× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোর-৪

স্ত্রীকে নিয়ে এনামুল হক বাবুলের পক্ষে মাঠে নামলেন ডা. নিকুঞ্জ বিহারী

অভয়নগর (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩ ২০:৪১ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩ ২৩:১৯ পিএম

এনামুল হক বাবুলের পক্ষে মাঠে নামার ঘোষণা দেওয়ার সময় ডা. নিকুঞ্জ বিহারীর স্ত্রী সুমিতা গোলদারকে মিষ্টি মুখ করাচ্ছেন আওয়ামী লীগের এক কর্মী। প্রবা ফটো

এনামুল হক বাবুলের পক্ষে মাঠে নামার ঘোষণা দেওয়ার সময় ডা. নিকুঞ্জ বিহারীর স্ত্রী সুমিতা গোলদারকে মিষ্টি মুখ করাচ্ছেন আওয়ামী লীগের এক কর্মী। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে নৌকার প্রার্থী এনামুল হক বাবুলের পক্ষে মাঠে নেমেছেন বিশিষ্ট চিকিৎসক নিকুঞ্জ বিহারী গোলদার ও তার স্ত্রী সুমিতা গোলদার। এনামুল হক বাবুল আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পাওয়ার পরপরই সস্ত্রীক অভয়নগর ও বাঘারপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে মিষ্টি বিতরণ করেন নিকুঞ্জ বিহারী। যোগ দেন কয়েকটি নির্বাচনী সভায়। এসব অনুষ্ঠানে নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি। 

গত বুধবার রাত ৯টায় যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার যশোর-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলকে প্রতীক বরাদ্দ দেন। এ খবর অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়নে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ আনন্দ-উল্লাস করে। এরপর গতকাল বৃহস্পতিবার সারা দিন অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন, ধোপাদী, সুন্দলী ইউনিয়নের রাজাপুর, আড়পাড়া ও বাঘারপাড়া উপজেলা ছাতিয়ানতলা বাজার, চাড়াভিটা বাজার, দোগাছি, বাকড়ী স্কুলমাঠ, ধলগা বাজার, জামদিয়াসহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেন নিকুঞ্জ বিহারী। এ ছাড়া কয়েকটি পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। 

যশোর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে এবার আলোচিত ছিলেন যশোর মেডিকেল কলেজের গাইনি বিভাগের সাবেক প্রধান ডা. নিকুঞ্জ বিহারী গোলদার। দলীয় মনোনয়ন না পেলেও নৌকার পক্ষে সক্রিয়ভাবে কাজ করছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা