× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পথসভায় নূর-ই-আলম চৌধুরী

বঙ্গবন্ধু হত্যাকারীদের সমর্থন দেওয়া দেশগুলো নির্বাচনের বিরোধিতা করছে

মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩ ২৩:২০ পিএম

বঙ্গবন্ধু হত্যাকারীদের সমর্থন দেওয়া দেশগুলো নির্বাচনের বিরোধিতা করছে

মাদারীপুর-১ (শিবচর) আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘আমরা দেখেছি স্বাধীনতার সময় যেসব দেশ আমাদের বিরোধিতা করেছিল, বঙ্গবন্ধুকে হত্যায় যারা ইন্ধন দিয়েছিল, তারা এখনও আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করে যাচ্ছে। তারা বাংলাদেশের উন্নয়ন ও সংবিধানকে মেনে নিতে পারেনি। এটা আমাদের সৌভাগ্য যে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার কারণে তার সাহসিকতা দিয়ে সব বিদেশি চক্রান্ত উপেক্ষা করে ঠিক সময়েই বাংলাদেশকে নির্বাচনে নিয়ে গেছেন।’

বুধবার (২০ ডিসেম্বর) সকালে মাদারীপুরের শিবচরের পাচ্চরে পথসভায় এসব কথা বলেন তিনি। 

এ সময় আরও বক্তব্য দেন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান প্রমুখ।

চিফ হুইপ আরও বলেন, ‘পদ্মা সেতু করার সময়েও বিদেশিরা বলেছিল তারা কোনো টাকা দেবে না। বরং ফিরিয়ে নিয়েছিল। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করব। পরে তিনি সেটি করে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন। এই নির্বাচনও তারা যেভাবে বানচাল করার ষড়যন্ত্র করেছিল শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে নিয়ে সংবিধানের আলোকে সঠিক সময়েই নির্বাচন করছেন। নির্বাচনে কে প্রতিযোগিতা করবে কে করবে না এটা যার যার দল ও তার তার নিজস্ব ব্যাপার। আমরা জনগণের সঙ্গে আছি। জনগণের কাছে ভোট চাইছি। জনগণের ভোটে আগামী ৭ তারিখ আবার জয়যুক্ত হয়ে সরকার গঠন করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা