× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৌকায় ভোট না দিলে কার্ড কেটে দেওয়ার হুমকি দিলেন আওয়ামী লীগ নেতা

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩ ১৩:৫৭ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩ ১৪:১৩ পিএম

কার্ড কেটে নেওয়ার হুমকি দেওয়া লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী।

কার্ড কেটে নেওয়ার হুমকি দেওয়া লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৫ সদর আসনে নৌকা প্রতীকে ভোট না দিলে সুবিধাভোগীদের কার্ড কেটে নেওয়ার হুমকি দিলেন এক আওয়ামী লীগ নেতা। হুমকি দেওয়া ওই আওয়ামী লীগ নেতা জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী তারা। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে তাকে এমন হুমকি দিতে দেখা যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে হাতেম আলীকে বলতে শোনা যায়, ১৫ বছর ধরে যারা চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে বিভিন্ন ভাতার আওয়তায় আছেন, তাদের চেয়ারম্যানের মাধ্যমে প্রাইমারি স্কুলে ডাকা হবে। যাদের ভাতার কার্ড আছে তারা সবাই সেখানে উপস্থিত হবে। আর যারা উপস্থিত হবে না, বিরোধিতা করবে, নির্বাচনের পরে ভিডিও দেখে দেখে চিহ্নিত করে তাদের সব ভাতা কেটে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ’আওয়ামী লীগের খাবেন, আওয়ামী লীগের সুবিধা ভোগ করবেন, এই ১০ দিনের জন্য অন্যজনের লেমনচুস (চকলেট) খাবেন, এটা আমরা মেনে নেব না। যারা এই ১০ থেকে ২০ দিন অন্য দলের লেমনচুস (চকলেট) খাবেন, অন্য দলকে ভোট দেবেন, তারা আর আগামী ৫ বছর লেমনচুস (চকলেট) খেতে পারবেন না কথাটা মাথায় রাখবেন।‘

লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী বলেন, ‘কার্ড কেটে দেওয়ার কোনো ক্ষমতা আমার নেই। সেদিন আমার শরীর ভালো ছিল না। সেদিন কী থেকে কী বলেছি, আমার মনে নেই।’ 

লক্ষীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী তারা যে বক্তব্য দিয়েছেন, সেটা তার একান্ত ব্যক্তিগত বক্তব্য। উপকারভোগীদের কার্ড কেটে দেওয়া বা তাদের ডেকে মিটিং করার মতো কোনো সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়নি। নির্বাচনের ভোট দেওয়ার সঙ্গে উপকারভোগীদের কার্ডের কোনো সম্পর্ক নেই।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা