× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড়শিতে ধরা পড়ল ১৫ কেজি ওজনের কোরাল

টেকনাফ প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩ ০৯:৩০ এএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩ ১০:৩২ এএম

টেকনাফে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজি ওজনের কোরাল। প্রবা ফটো

টেকনাফে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজি ওজনের কোরাল। প্রবা ফটো

কক্সবাজারের টেকনাফে সাগরে বড়শিতে ১৫ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়াসংলগ্ন সাগরে বড়শি দিয়ে মাছটি ধরেন মোহাম্মদ নুর ইসলাম নামে এক জেলে।

পরে নুর ইসলাম মাছটি শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সৈকতে নিয়ে যান। সেখানে ১৮ হাজার টাকায় মাছটি কিনে নেন একই এলাকার মাছ ব্যবসায়ী মোহাম্মদ মনির।

নুর ইসলাম প্রকাশ মইন্না জানান, পশ্চিমপাড়ার সাগরে মঙ্গলবার দুপুরে বড়শি ফেলেন। প্রায় দুই ঘণ্টা পর তিনি বড়শি টেনে তুলছিলেন। বড়শিটি খুবই ভারী মনে হলে কৌশলে টেনে নৌকায় তোলেন। দেখেন বড় একটি কোরাল মাছ বড়শিতে আটকা পড়েছে। তার কিছুক্ষণ পর পর আরও দুটি ৭ কেজি ওজনের কালো পোপা মাছ বড়শিতে ধরা পড়ে। এরপর সৈকতে গেলে স্থানীয় লোকজন মাছটি দেখার জন্য ভিড় করেন।

মাছ ব্যবসায়ী মোহাম্মদ মনির জানান, ১৫ কেজি ওজনের কোরালটি ১৮ হাজার টাকায় তিনি কিনেছেন। ভালো দামের আশায় মাছটি একটি ঝুড়িতে রেখেছেন। প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি করতে চান। পরে মাছটি কিছু লাভ নিয়ে অন্য একজনকে বিক্রি করে দেন।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘সাগরের কোরাল মাছ খুবই সুস্বাদু। এ মাছ সাধারণত ৩০-৩৫ কেজি ওজনের হয়। কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরালও পাওয়া যায়। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় সাগরে এমন বড় কোরাল পাওয়া যাচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা