বগুড়া অফিস
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ২১:২৬ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ২১:৩১ পিএম
বগুড়ার গাবতলীতে হরতালের সমর্থনে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় পৌর এলাকার টেলিফোন অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিএনপির ডাকা হরতালের সমর্থনে দলীয় মিছিল বের করার সময় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন জালাল আকন্দ, ফজলে রাহি ও নূরে আলম সিদ্দিকী।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বগুড়া জেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ও গাবতলী পৌর মেয়র সাইফুল ইসলামের বাড়ির সামনে নেতাকর্মীরা দুপুর ১২টার দিকে সমবেত হন। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করার উদ্যোগ নিলে গাবতলী থানা পুলিশ গিয়ে বাধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিলের চেষ্টা করা হলে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিএনপির ৩ কর্মীকে আটক করা হয়।
পৌর মেয়র সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ মিছিলের জন্য প্রস্তুতি নিলে পুলিশ হানা দেয়। রাবার বুলেট ছোড়ে এবং কয়েকজনকে আটক করে।
ওসি আবুল কালাম আজাদ বলেন, হরতালে পিকেটিং করার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।