মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৯:০৬ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ২০:১৫ পিএম
মঙ্গলবার মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রায় অংশ নেন সাকিব আল হাসান। প্রবা ফটো
জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীকে মাগুরা-১ আসন গিফট করতে চান ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান।
তিনি বলেন, আশা করছি আগামী ৭ জানুয়ারি সবাই স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবেন। সবাই একসঙ্গে কাজ করে মাগুরার দুটি আসনে জয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেব।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। শোভাযাত্রাটি শহরের নোমানি ময়দান থেকে শুরু হয়ে চৌরঙ্গী মোড় ঘুরে ঢাকা রোড ভাইনার মোড় হয়ে নোমানি ময়দানে গিয়ে শেষ হয়।
ভোটারদের উদ্দেশে সাকিব আল হাসান বলেন, আপনাদের আত্মীয়স্বজনরা যে যেখানে আছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে বলবেন তারা যেন আমাকে ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করে। আমি যেন মাননীয় প্রধানমন্ত্রীকে মাগুরা-১ আসন গিফট করতে পারি।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে আরও বক্তব্য দেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বীরেন শিকদার, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাছির বাবলু।
সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু।
উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ইসমত আরা হ্যাপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সি রেজাউল হক, সাংগঠনিক সম্পাদক-২ রানা আমির উসমান, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, বিজয় শোভাযাত্রার মিছিলে সাকিবের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হাছান অপু ও রুবেল। এ ছাড়াও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।