× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরা-১ : নির্বাচনের মাঠ ছাড়লেন বর্তমান ও সাবেক এমপি

তালা (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৫ পিএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৯:৪১ পিএম

অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ ও ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান। প্রবা কোলাজ

অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ ও ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান। প্রবা কোলাজ

সাতক্ষীরা-১ আসনে ভোটের মাঠ ছেড়ে দিয়েছেন বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান। তবে তারা কোন প্রার্থীকে সমর্থন করবেন তা এখনও জানা যায়নি। এই আসনে নির্বাচন করতে ১০ জন প্রার্থী নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দ পায়।

বর্তমান এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘১৪ দলীয় জোটগতভাবে তাকে মনোনয়ন দেওয়া হচ্ছে বলে জোটের সমন্বয়ক আমির হোসেন আমু ঘোষণা দিলেও শেষ মুহূর্তে আমার নাম বাদ দেওয়া হয়েছে। ফলে দল ওয়ার্কাস পার্টির জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।’

তবে ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান ফেসবুক পেজে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন

দুই প্রার্থীই নির্বচনে অংশ নিতে জনসংযোগ করে আসছিলেন। প্রচারণার একদিন যেতে না যেতেই নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণায় তাদের অনুসারীদের মধ্যে হতাশা বিরাজ করছে।

সাতক্ষীরা-১ আসনে প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন- ফিরোজ আহমেদ স্বপন (নৌকা),  সৈয়দ দিদার বখত্ (লাঙল ), এসএম মুজিবুর রহমান (দোলনা), শেখ নুরুল ইসলাম (ট্রাক), মো. ইয়ারুল ইসলাম (ডাব), মো. নুরুল ইসলাম (ঈগল), শেখ মো. আলমঙ্গীর হোসেন (ছড়ি), সুমি ইসলাম (সোনালী আঁশ), ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান (কাচি) ও  অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ (হাতুড়ি)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা