গাইবান্ধা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৮ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৬:০৭ পিএম
ভাঙচুর করা গাড়ি। প্রবা ফটো
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিএনপির মিছিল থেকে একাধিক যানবাহন ভাঙচুর করার খবর এসেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
গাইবান্ধার সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহে একটি মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে চলতে থাকা একটি ট্রাকে ভাঙচুর করেন তারা। পরে একটি বাস ও কুরিয়ার সার্ভিসের গাড়িও ভাঙচুর করেন।
পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা বলেন, ‘বিএনপির মিছিল থেকে এ ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। গাইবান্ধা শহর থেকে পুলিশের একটি সাঁজোয়া যান ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ছাড়া বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয়সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।’