লক্ষ্মীপুর-৩
লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৩:৫৯ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৪:১০ পিএম
লক্ষ্মীপুর-৩ আসনে নৌকার প্রচারণায় অনিয়ম। প্রবা ফটো
লক্ষ্মীপুর-৩ আসনে আচরণবিধি লঙ্ঘন করে নৌকার প্রচারণা চালানোর অভিযোগে প্রচারকাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা-মাইকসহ দুজনকে আটক করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন বলেন, ‘রাত ৮টার পর নির্বাচনী প্রচারণা করা যাবে না। কিন্তু দণ্ডপ্রাপ্তরা প্রচারণা চালিয়ে নির্বাচনী আচরণবিধি ২০০৮-এর ১৩ ও ১৮ ধারা লঙ্ঘন করেছে। এতে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।’
দণ্ডপ্রাপ্তরা হলেন প্রচারকারী সেকান্তর আলী বাদশা ও অটোরিকশাচালক দেলোয়ার হোসেন। রাত ৮টার পরে প্রচারণা চালানোর সময় সদর উপজেলার লাহারকান্দি গ্রাম থেকে আসার পথে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে। এ সময় প্রচারণার কাজে ব্যবহৃত অটোরিকশা ও মাইক জব্দ করা হয়।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক জহিরুল আলম বলেন, ‘নিয়ম ভেঙে নির্দিষ্ট সময়ের পর প্রচারণা চালানোর কারণে প্রচারকারীসহ দুজনকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।’