বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ০০:৪২ এএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ১১:২১ এএম
নূরুল ইসলামের লাশের পাশে স্বজন ও দলীয় নেতারা। প্রবা ফটো
বরগুনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর নৌকার মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
মৃত নূরুল ইসলাম বরগুনা সদরের ঢলুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এলাকায় তিনি ‘এমপি’ নামে অধিক পরিচিত।
বিষয়টি নিশ্চিত করেন বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের আওয়ামী লীগের দীর্ঘদিনের সহযোদ্ধা, রাজপথের পরীক্ষিত এবং নিবেদিতপ্রাণ ব্যক্তি ছিলেন নূরুল ইসলাম। সন্ধ্যায় বরগুনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মিছিলে উপস্থিত হলে নৌকা বলে স্লোগান ধরলে মৃত্যুর মুখে ঢলে পড়েন এই বর্ষীয়ান তৃণমূল আওয়ামী লীগ নেতা। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে দ্রুত জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’