বেনাপোল বন্দর
বেনাপোল (যশোর) সংবাদদাতা
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ২২:১০ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩ ২২:৩১ পিএম
যশোরের বেনাপোল বন্দরের ১২ ট্রাক ফেব্রিকস আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে ২০ কোটি টাকা মূল্যের চারটি চালান আটক করে তারা। আটক চালানে মোট ২ হাজার ৩২৭ প্যাকেজ ফেব্রিকস রয়েছে। আমদানি তথ্য অনুযায়ী চালানের আমদানিকারক দিনাজপুরের রোজা মনি এন্টারপ্রাইজ।
বন্দর সূত্র জানায়, শরীফুল ইসলাম নামে এক যুবক দুটি লাইসেন্স ভাড়া করে এসব পণ্য খালাসের দায়িত্ব নেন। তার নিজের কোনো লাইসেন্স নেই। তিনি মিথ্যা চালানে পণ্য খালাস করেন বলে অভিযোগ রয়েছে।
চালানগুলো খালাসের দায়িত্বে নিয়োজিত শরীফুল ইসলাম বলেন, চালানগুলো খালাসের দায়িত্ব তার। তার নিজের কোনো লাইসেন্স নেই, ভাড়া লাইসেন্সেই কাজ করেন। তবে মালামালগুলো কাস্টমস কর্তৃপক্ষ এখনও পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করেনি।
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আব্দুল হাকিম বলেন, তাদের কর্মকর্তাদের উপস্থিতিতে চালানগুলো ভারতীয় ট্রাক থেকে বন্দরের শেডে আনলোড করা হয়েছে। তবে শতভাগ কায়িক পরীক্ষণ কার্যক্রম যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে। বর্তমানে বেনাপোল বন্দরে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।