× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পর্যটক আহত

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ২১:৫২ পিএম

মেঘলা পর্যটন কেন্দ্র। প্রবা ফটো

মেঘলা পর্যটন কেন্দ্র। প্রবা ফটো

বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক পর্যটক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় পর্যটন কেন্দ্রটির কেবলকার পয়েন্টের উপরে দোকান ঘর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পর্যটকের নাম- তসলিম উদ্দিন। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা-তারাকান্দা পূর্ব পাগলি গ্রামের বাসিন্দা। 

বান্দরবান টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ছিনতাইয়ের শিকার হয়েছেন এক পর্যটক দম্পতি। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে একজন আহত হন। আহত পর্যটকের স্ত্রী রিতুর চিৎকার শুনে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলছে।

আহত তসলিমের স্ত্রী রিতু আকতার বলেন, সন্ধ্যায় পর্যটন কেন্দ্রটি থেকে ফেরার পথে নির্জন এলাকায় দুই যুবক গতিরোধ করে আমাদের। তারা সঙ্গে থাকা সব কিছু দিয়ে দিতে বলে। তসলিম বাধা দিলে তার পেটে ছুরি মেরে দুটি স্মার্টফোন ও ২৫ হাজার টাকা ছিনিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। 

মেঘলা-নীলাচল পর্যটন কেন্দ্রের দায়িত্বে থাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস বলেন, আহত পর্যটক তসলিম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার সাকিব জামান জানান, আহত এক পর্যটককে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা