× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গঙ্গাচড়ায় গণতন্ত্রের বিজয় হবে, ভোটাররা জাপার অবিচারের জবাব দেবে : রাঙ্গা

রংপুর অফিস

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৯:৪৩ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩ ২০:২৩ পিএম

রংপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। প্রবা ফটো

রংপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। প্রবা ফটো

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, জীবনের অর্ধেক সময় জাতীয় পার্টিকে সমুন্নত রাখতে কাজ করেছি। অথচ জাতীয় পার্টির দায়িত্বে যারা রয়েছেন তারা আমার প্রতি এবারের নির্বাচনে অবিচার করেছেন। গঙ্গাচড়ার মানুষ ভোট দিয়ে জাপার অবিচারের জবাব দেবে।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে রংপুর ঐতিহ্যবাহী কারামতিয়া জামে মসজিদে মাওলানা কারামত আলী জৌনপুরীর মাজার জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এ নির্বাচনে লাঙ্গল প্রতীক আমার ভোটে প্রভাব পড়বে না। কারণ লাঙ্গলকে গঙ্গাচড়ায় আমি পরিচিত করেছি। আমি ২০০১ সাল থেকে এ আসনের এমপি। আমি দীর্ঘদিন জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলাম।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত ভোটের মাঠ সমতল আছে। যাই ঘটুক না কেন গঙ্গাচড়ায় সুষ্ঠু নির্বাচন হবে। এখানকার মানুষের জন্য অনেক উন্নয়ন করেছি। এ নির্বাচনে তারা সুযোগ পেয়েছে আমার জন্য কিছু করার। গঙ্গাচড়ায় গণতন্ত্রের বিজয় হবে।’

তিনি বলেন, ‘জীবনে প্রথম স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রচারণা শুরু করলাম। এর আগে তিনবার লাঙ্গল প্রতীক নিয়ে জয়ী হয়েছিলাম। আমি কিছুদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীরও একটি জীবন আছে। তার সঙ্গে আমি কথা বলেছি। উনি আমাদের সঙ্গে ছবি তুলেছেন। এতে অনেকের গাত্রদাহ হতে পারে। তবে গঙ্গাচড়ায় সেরকম কিছু ঘটবে না। এলাকার মানুষ ভোট দিলেই আমি জয়ী হব। গঙ্গাচড়ার অধিকাংশ উন্নয়ন প্রধানমন্ত্রীর আশীর্বাদে আমি করতে পেরেছি। এ জন্য আমি তার কাছে কৃতজ্ঞ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা