চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৯:০৩ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৯:২৭ পিএম
টিসিবির পণ্য কালোবাজারির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা। প্রবা ফটো
চট্টগ্রামে কালোবাজারির মাধ্যমে টিসিবির পণ্য সংগ্রহ করে বিক্রির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয় ৫ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল ও ৬ হাজার ৩৫০ কেজি মসুরের ডাল। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগের দিন রাতে নগরীর চান্দগাঁও থানাধীন উত্তর মোহরার এজহার শাহ মাজার সংলগ্ন দেলোয়ারের গোডাউনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর পূর্ব মোহরা কাজীরহাট কাজী বাড়ির মো. দেলোয়ার হোসেন, উত্তর মোহরা এলাকার নুর আলম, ভোলা জেলার লালমোহন থানার চরলক্ষ্মী এলাকার মো. মনির, একই থানাধীন রায়চাঁদ বাজার এলাকার মো. জসিম, চরভূতা এলাকার উত্তর জমাদার বাড়ির সাগর মোল্লা, মো. সালমান ও মো. রায়হান।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কালোবাজারি করে টিসিবির পণ্য সংগ্রহ করে গোডাউনে রেখে বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদ পাই। পরে রবিবার রাতে আমরা মোহরা কোম্পানি বাড়ির রাস্তার পাশে অবস্থিত ওই গোডাউনে অভিযান পরিচালনা করি। অভিযানে ওই গোডাউনে টিসিবির লোগো সংবলিত ৫ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল ও ৬ হাজার ৩৫০ কেজি মসুরের ডাল পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় গোডাউনের মালিক দেলোয়ার ও মো. মনিরসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার পর আজ দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’