নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৫:৫১ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৬:২৪ পিএম
প্রবা ফটো
নোয়াখালীর ছয়টি আসনে বিভিন্ন দলসহ ৩৩ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান প্রার্থী ও তাদের প্রতিনিধির উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
রিটার্নিং অফিসারের দপ্তর সূত্রে জানা গেছে, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী এইচএম ইব্রাহিমের ’নৌকা’; স্বতন্ত্র প্রার্থী খন্দকার আর আমিনের ’ঈগল’’ গণ ফ্রন্টের মো. খোরশেদ আলমের ’মাছ’; জাসদের মো. হারুন-অর-রশিদের ’মশাল’; ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. শাহ আলমের ’চেয়ার’; বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. মমিনুল ইসলামের ‘মোমবাতি’; বাংলাদেশ তরিকত ফেডারেশনের একেএম সেলিম ভূঁইয়ার ’ফুলের মালা’ ও বাংলাদেশ কংগ্রেসের আবু নাছের ওবায়েদ ফারুক ’ডাব’ প্রতীক পেয়েছেন।
এদিকে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলমের ’নৌকা’, স্বতন্ত্র মোহা. আতাউর রহমান ভূঁইয়ার ’কাঁচি’, জাসদের নাইমুল আহসানের ’মশাল’, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মোহাম্মদ আবুল কালাম আজাদের ’টেলিভিশন’, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রবিউল হোসাইনের ’ছড়ি’, জাতীয় পার্টির তালেবুজ্জামানের ’লাঙ্গল’ ও বাংলাদেশ কল্যাণ পার্টির কাজী সরওয়ার আলম ’হাতঘড়ি’ প্রতীক পেয়েছেন।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে আওয়ামী লীগের মো. মামুনুর রশীদ কিরনের ’নৌকা’, স্বতন্ত্র মিনহাজ আহমেদের ’ট্রাক’, বাংলাদেশ সাম্যবাদী দলের মহি উদ্দিনের ’চাকা’, জাতীয় পার্টির ফজলে এলাহী সোহাগের ’লাঙ্গল’, জাসদের জয়নাল আবেদিনের ’মশাল’, বাংলাদেশ সাংস্কৃতিক দলের মো. সুমন আল হোসাইন ভুঁইয়া ’ছড়ি’ প্রতীক পেয়েছেন।
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে আওয়ামী লীগের একরামুল করিম চৌধুরীর ’নৌকা’, স্বতন্ত্র অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীনের ’ট্রাক’, জাতীয় পার্টির মোবারক হোসেন আজাদের ’লাঙ্গল’ ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আবদুল আলম ’চেয়ার’ প্রতীক পেয়েছেন।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ’নৌকা’, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ শামসুদ্দোহার ’চেয়ার’, জাসদের মোহাম্মদ মকছুদের রহমানের ’মশাল’, জাতীয় পার্টির খাজা তানভীর আহমেদের ’লাঙ্গল’ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শাকিল মাহমুদ চৌধুরী ’ছড়ি’ প্রতীক পেয়েছেন।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আওয়ামী লীগের মোহাম্মদ আলীর ’নৌকা’, জাতীয় পার্টির মুশফিকুর রহমানের ’লাঙ্গল’ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের তারিকুল ইসলাম ’ছড়ি’ প্রতীক পেয়েছেন।
রিটার্নিং অফিসারের দপ্তর সূত্রে আরও জানা গেছে, নোয়াখালীর ছয়টি আসনে মোট ৩৭ জনের প্রার্থিতা বৈধ হয়। এর মধ্যে আরও সাতজন প্রার্থিতা ফিরে পান। ফলে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৪৪ জনে। তবে রবিবার শেষ দিনে ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বর্তমানে ছয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৩৩ জন।
নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‘তফসিল অনুযায়ী আজ প্রতীক বরাদ্দ দেওয়া হলো। সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য বলা হয়েছে। কেউ যদি আইনশৃঙ্খলা বিঘ্নিত করে অথবা আচরণবিধি লঙ্ঘন করে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় নোয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো.মেছবাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজিমুল হায়দারসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ আগামী বছরের ৭ জানুয়ারি (রবিবার) অনুষ্ঠিত হবে।