× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করছে : শওকত মাহমুদ

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৪:৪২ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৮ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন শওকত মাহমুদ। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন শওকত মাহমুদ। প্রবা ফটো

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা এবং কুমিল্লা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শওকত মাহমুদ বলেছেন, ‘নির্বাচনের আগে এত ইউএনও ও ওসিকে কোনো নির্বাচন কমিশন বদলি করেনি। এবারই প্রথম এমন ঘটনা ঘটেছে। এমন নির্বাচন কমিশন আগে দেখিনি। এজন্যই বলেছি এই নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করছে।’

সোমবার (১৮ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শওকত মাহমুদ এ কথা বলেন। এ নির্বাচনে ঈগল প্রতীকে নির্বাচন করবেন তিনি।

এই স্বতন্ত্র প্রার্থী বলেন, ‘আমাকে অনেকে আওয়ামী লীগের এজেন্ট বলছেন। যদি আওয়ামী লীগের সঙ্গে আপস করে নির্বাচন করতাম, তাহলে আমার বিরুদ্ধে থাকা ৬২টি মামলা প্রত্যাহার করিয়ে নির্বাচনে আসতাম। এসব মিথ্যা প্রপাগান্ডা।’

তিনি প্রত্যাশা করেন, ‘তৃণমূলে আমার ব্যাপক জনপ্রিয়তা আছে। ভালো ভোট হলে আমিই জিতব।’

এ সময় শওকত মাহমুদ অভিযোগ করে বলেন, ‘কুমিল্লা-৫ আসনে কালো টাকার ছড়াছড়ির খবর পেয়েছি। নির্বাচন কমিশনকে এ বিষয়টিতে নজর দেওয়ার অনুরোধ করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা