× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে রেললাইনে নাশকতায় তিন আসামির দায় স্বীকার

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৪:০৭ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৪:৪৬ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুরে রেললাইন কেটে নাশকতার ঘটনায় গ্রেপ্তার সাতজনের মধ্যে তিনজন দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

রবিবার (১৭ ডিসেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের উপকমিশনার (দক্ষিণ) নাজির আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

উপকমিশনার (দক্ষিণ) নাজির আহমেদ খান জানান, শনিবার গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গাজীপুর মহানগর এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোপন খবর ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে রেললাইন কেটে নাশকতার সঙ্গে জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ঘটনার মূল পরিকল্পনাকারী ও অর্থদাতা গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়াও রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জান্নাতুল ইসলাম, মেহেদী হাসান, শাহানুর আলম আদালতে দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

তিনি আরও বলেন, আসামিদের গ্রেপ্তারের পর রবিবার সাতজনকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে ওই তিনজন রেললাইন কেটে নাশকতার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া (চিলাই রেল ব্রিজ) এলাকায় নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ের রৌহা গ্রামের মোছলেম উদ্দিনের ছেলে কাঁচামাল ব্যবসায়ী আসলাম নিহত হয় এবং ১০ জন আহত হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা অক্সি-অ্যাসিটিলিনের ব্যবহার করে গ্যাস কাটার দিয়ে রেললাইন কেটে রাখে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা