প্রতীক বরাদ্দ
রাজশাহী অফিস
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ১০:৩৮ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩ ১১:৩০ এএম
চিত্রনায়িকা মাহিয়া মাহি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ সোমবার (১৮ ডিসেম্বর) রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ট্রাক প্রতীক পান তিনি। আসনটিতে মোট নয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গণমাধ্যমকে বিষয়টি মাহিয়া মাহি নিজেই নিশ্চিত করেছেন।
জয়ের বিষয়ে শতভাগ নিশ্চিত জানিয়ে মাহি বলেন, ‘অনেক প্রার্থী বলবেন আমার ট্রাক খাদে পড়ে গেছে। এ কথা শুনেই ভোটাররা আমাকে ভোট দেবেন।’
এর আগে তিনি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দুটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তবে কোনোটিতেই মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-১ আসনে মনোনয়নপত্র তুলেছেন তিনি।
রাজশাহীর ছয়টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ চলছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদের কার্যালয়ে রাজশাহীর ছয় আসনে ৩৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। রাজশাহীর ছয়টি আসনে আজ সকাল ১০টায় প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়েছে।