× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালথায় মহান বিজয় দিবসে জামাল মিয়ার নেতৃত্বে আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩ ২০:৪০ পিএম

উপজেলা চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুড়ালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। প্রবা ফটো

উপজেলা চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুড়ালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। প্রবা ফটো

মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরের সালথায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সালথা উপজেলা আওয়ামী লীগের বৃহৎ একটি অংশ।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুড়ালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি। 

অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, ‘রাজনীতিতে একটি কুচক্রী মহল ঢুকেছে, যারা নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনকে বানচাল করতে চায়। জনগণ ওদের সঙ্গে নাই, তাই ওরা ষড়যন্ত্র করছে। ভোটে জিততে পারবে না তাই ওরা বিশৃঙ্খলা করে এলাকার শান্তি নষ্ট করতে চায়। আমরা শান্তি প্রিয় জনগণ, আমরা এলাকার শান্তি রক্ষার্থে যে কোন কিছু করতে প্রস্তুত রয়েছি। যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে, যারা এলাকার শান্তি নষ্ট করবে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়া জন্য যা যা করার দরকার ইনশাআল্লাহ তাই আমরা করব। কিন্ত আমরা কেউ আইন হাতে তুলে নেব না।’

তিনি বলেন, আমরা আওয়ামী লীগ করি। বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন সেভাবে একটা সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিব ইনশাআল্লাহ। যাতে মাননীয় প্রধানমন্ত্রী নগরকান্দা-সালথা বাসীর জন্য সুদৃষ্টি থাকে। এই নির্বাচনে আমরা স্বতঃস্পূর্তভাবে অংশ গ্রহণ করব। আর এই অংশগ্রহণমূলক নির্বাচনে আমার প্রতীক ঈগল পাখি মার্কা। ঈগল পাখি মার্কা শুধু আমার প্রতীক না, এটা জণগণের প্রতীক ও শান্তির প্রতীক। আর এই শান্তির প্রতীক ঈগল পাখি মার্কাকে বিপুল ভোটে নির্বাচিত করার মাধ্যমে এই এলাকা থেকে সন্ত্রাস, দুর্নীতি মুছে ফেলব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লেবু মোল্যা, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান মো. ইশারত হোসেন, সাবেক চেয়ারম্যান আশরাফ আলী লিটু, বল্লভদী ইউপির সাবেক চেয়ারম্যান জয়নাল মোল্যা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ আলী মাতুব্বর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কবির খান, বঙ্গবন্ধু স্মৃ‌তি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃ‌তি পাঠাগার ছাত্র ফেডা‌রেশন ফ‌রিদপুর জেলা শাখার সভাপ‌তি ও সালথা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. হুসাইন আলী প্রমূখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা