× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালীতে পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন আসাদুজ্জামান

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩ ১৭:১৯ পিএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩ ১৭:৪১ পিএম

নোয়াখালী জেলার নতুন পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান কার্যালয়ে আসার পর বিদায়ী পুলিশ মো. শহীদুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রবা ফটো

নোয়াখালী জেলার নতুন পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান কার্যালয়ে আসার পর বিদায়ী পুলিশ মো. শহীদুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রবা ফটো

নোয়াখালী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে তিনি জেলা পুলিশ সুপার কার্যালয়ে এসে পৌঁছান। পুলিশ সুপার কার্যালয়ে আসার পর বিদায়ী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

এরপর কুশল বিনিময় শেষে শহীদুল ইসলাম জেলার দায়িত্বভার তুলে দেন নবাগত পুলিশ সুপারের হাতে। এসময় অশ্রুসিক্ত হন বিদায়ী পুলিশ সুপার। সেখানে আবেগঘন এক পরিবেশের সৃষ্টি হয়। নবাগত পুলিশ সুপার দায়িত্ব পালনে এবং জেলার আইনশঙ্খলা রক্ষার্থে সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

 জানা গেছে, শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় এসপি মোহাম্মদ আসাদুজ্জামানের বাড়ি। তিনি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে বিএসসি শেষ করেন। তিনি ২৫তম বিসিএসের (পুলিশ ক্যাডারে) পর ২০০৬ সালে পুলিশ বিভাগে যোগদান করেন।

এর আগে নোয়াখালী সার্কিট হাউজে আসলে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন এবং স্বাগত জানান পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। 

 এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো. নাজমুল হাসান রাজিব, সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) মো. আমান উল্যাহ,সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাসসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর (মঙ্গলবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পত্রে ঢাকার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে নোয়াখালীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। 

একই সঙ্গে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলামকে ডিএমপির উপপুলিশ কমিশনার করা হয়। ২০২১ সালের ১ আগস্ট মো. শহীদুল ইসলাম নোয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে জেলার সবার কাছে মানবিক পুলিশ সুপার হিসেবে স্থান করে নেন মো. শহীদুল ইসলাম।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা