× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪ ইউপিডিএফ নেতাকে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে লাঠি মিছিল

রাঙামাটি ও খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৮ পিএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩ ১৯:১২ পিএম

ইউপিডিএফের ৪ নেতাকে হত্যার প্রতিবাদে শ্রক্রবার রাঙামাটিতে লাঠি মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন। প্রবা ফটো

ইউপিডিএফের ৪ নেতাকে হত্যার প্রতিবাদে শ্রক্রবার রাঙামাটিতে লাঠি মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন। প্রবা ফটো

খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ৪ নেতাকে হত্যা ও ৩ জনকে অপহরণের প্রতিবাদে রাঙামাটিতে লাঠি মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন। 

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম এই মিছিল করে। মিছিলটি কুতুকছড়ি বাজার প্রদক্ষিণ শেষে বড় মহাপূরম উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ প্রসীত গ্রুপের) পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নিকন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা কমিটির সভাপতি তনুময় মারমা, সাধারণ সম্পাদক রিপন আলো চাকমা, জেলা কমিটির নারী সংঘের সভাপতি রিনিসা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক নিশি চাকমা প্রমুখ।

বক্তারা বলেন, যদি ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণ ঘটনার রহস্য উদঘাটন হতো, পাহাড়ের গুম-খুনের বিচার হতো, তাহলে পানছড়িতে এমন খুনের ঘটনা ঘটত না। যারা বিপুল, সুনীল, লিটন, রুহিনদের হত্যা করেছে তাদের দ্রুত শান্তির দাবি জানাই।

এদিকে সমাবেশের কারণে প্রায় ঘণ্টাব্যাপী রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে।

অপহৃত তিন ইউপিডিএফ সদস্যকে উদ্ধার সাজানো নাটক : এদিকে পানছড়িতে অপহৃত ৩ ইউপিডিএফ সদস্যকে নিরাপত্তা বাহিনী কর্তৃক উদ্ধারের ঘটনা সাজানো নাটক বলে মনে করছে ইউপিডিএফ। শুক্রবার বিকালে ইউপিডিএফের কেন্দ্রীয় প্রচার বিভাগের সম্পাদক  নিরণ চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা হয়।

গতকাল বৃহস্পতিবার অপহৃত তিন ইউপিডিএফ সদস্যকে লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।

বিবৃতিতে ইউপিডিএফের পানছড়ি ইউনিটের সংগঠক অপু ত্রিপুরা এটিকে সাজানো নাটক বলে অভিহিত করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, পানছড়ি উপজেলাধীন লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঠ্যাঙাড়ে বাহিনী কর্তৃক অপহৃত তিন ইউপিডিএফ সদস্যকে উদ্ধারের জন্য অভিযান চালিয়েছে বলে যে তথ্য দেওয়া হয়েছে তাতে বিন্দুমাত্র সত্যতা নেই। সেখানে গতকাল বৃহস্পতিবার রাতে কিংবা অন্য সময় কোনো ধরনের উদ্ধার তৎপরতা লক্ষ্য করা যায়নি, কেবল আজ সকাল ৭টার দিকে খাগড়াছড়ি থেকে নিরাপত্তা বহিনীর একটি দল তারাবনছড়া নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে গিয়ে কিছুক্ষণ পর আবার ফিরে যায়।

বিবৃতিতে তিনি আরও বলেন, গত ১১ ডিসেম্বর রাতে পানছড়ির অনিলপাড়ায় বিপুল চাকমাসহ ৪ ইউপিডিএফ নেতাকে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যার পর বিশেষ মহলের সৃষ্ট ও মদদপুষ্ট ঠ্যাঙাড়ে বাহিনীর সদস্যরা অপর ৩ ইউপিডিএফ সদস্য নীতিদত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও প্রকাশ ত্রিপুরাকে অপহরণ করে নিয়ে যায় এবং পানছড়ির মানিক্যাপাড়ার তাদের আস্তানায় আটকে রাখে।

অপু ত্রিপুরা অবিলম্বে ঠ্যাঙাড়েদের দিয়ে জনগণ ও ইউপিডিএফের সাথে এ ধরনের নিষ্ঠুর খেলা বন্ধ করে তিন সদস্যকে ইউপিডিএফের কাছে হস্তান্তরের দাবি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা