× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাঙ্গুনিয়ায় সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে যুবক কারাগারে

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩ ১৬:২১ পিএম

গ্রেপ্তার রহিম উদ্দিন। ছবি : সংগৃহীত

গ্রেপ্তার রহিম উদ্দিন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রহিম উদ্দিন নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার রোয়াজারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রহিম উদ্দিন রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভূক্তভোগী সাংবাদিক মো. আব্বাস হোসাইন প্রথম আলো পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি পদে রয়েছেন। গত ১৮ জুলাই আব্বাসকে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রাণনাশের হুমকি দেয় আসামি রহিম। পরে তিনি ২৪ জুলাই থানায় সাধারণ ডায়রি করেন। পুলিশের তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় ২০ সেপ্টেম্বর তদন্তকারি কর্মকর্তা আদালতে জিডির প্রসিকিউশন পাঠান। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

ওসি বলেন, গ্রেপ্তার আসামিকে আইনী প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগরে পাঠানো হয়েছে।

সাংবাদিক আব্বাস হোসাইন বলেন, ‘গত বছরের শেষের দিকে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে আসামি রহিম উদ্দিন দলবল নিয়ে একাধিবার আমার ওপর হামলার চেষ্টা চালায়। এই ব্যাপারে আমি রহিম উদ্দিনসহ আরও ছয় জনের বিরুদ্ধে থানায় জিডি করি। এসব জিডির সত্যতা পাওয়ায় পুলিশ আদালতে প্রসিকিউসন দেন। দুটি মামলা বিচারাধীন রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা