× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগ নেতার গলায় জুতার মালা পরাতে চান নৌকার প্রার্থী

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩ ০৯:৫৭ এএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩ ১০:৫৫ এএম

 শাহদাব আকবর লাবু চৌধুরী (বামে) এবং দেলোয়ার হোসেন (ডানে)।

শাহদাব আকবর লাবু চৌধুরী (বামে) এবং দেলোয়ার হোসেন (ডানে)।

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনকে ‘মোনাফেক’ হিসেবে আখ্যায়িত করেছেন ফরিদপুর-২ আসনের (নগরকান্দা-সালথা) বর্তমান এমপি ও এবার নির্বাচনে নৌকার প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী। আগামী ৭ জানুয়ারি নির্বাচনের পরদিন দেলোয়ারকে জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানোর ঘোষণাও দিয়েছেন তিনি। 

গত বুধবার সন্ধ্যায় সালথার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারসংলগ্ন একটি বাড়িতে নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার সময় লাবু চৌধুরী এসব হুমকি দেন। তার সেই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। 

লাবু চৌধুরীর বক্তব্যের বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন। 

ভাইরাল ভিডিওতে দেখা যায়Ñ এমপি লাবু চৌধুরী সেদিনের সভায় অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের এই উপজেলার সভাপতি দেলোয়ার সাহেবÑ যিনি দীর্ঘ সময় আওয়ামী লীগের কথা বলেছেন, দীর্ঘ সময় আওয়ামী লীগ করে এই শেষ সময়ে এসে তিনিও মুনাফেকি করলেন। এই লোককে আমার মা (সাজেদা চৌধুরী) দুধকলা দিয়ে কালসাপ পুষেছিলেন।’ ‘উনি ওই সন্ত্রাসীর খালাতো ভাই’-মন্তব্য করে শাহদাব আকবর বলেন, ‘একটা জুতার মালা বানাইতে দিছি। ৮ তারিখ ওনার গলায় জুতার মালা দিয়া ঘোরানো হবে।’

শাহদাব আকবর আরও বলেন, ‘আমরা এই নির্বাচনের মধ্যে দিয়ে আসল মানুষগুলো খুঁজে পাব, যারা টিআর-কাবিখার টাকার জন্য দৌড়ায় না। টাকাপয়সা দিয়ে প্রকৃত নেতাদের কেনা গেলে দেশের সব চোরাকারবারিরাই তাদের কিনে সংসদ সদস্য হতো। জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করে না।’

জানতে চাইলে সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘একজন প্রার্থীর মুখে এ জাতীয় অশালীন ভাষা কাঙ্ক্ষিত নয়। এ জাতীয় বক্তব্য দিয়ে এবং জনসমক্ষে মিটিং করে তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। উনি (শাহদাব) হয়তো ভেবে বসে আছেন উনি নির্বাচনে জিতে গেছেন, এজন্য এ জাতীয় আপত্তিকর কথা বলে বেড়াচ্ছেন।’ দেলোয়ার আরও বলেন, ‘আমি শাহদাবের এ বক্তব্যের ব্যাপারে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। যে ব্যক্তির ওয়ান-ইলেভেনের সময় ১৪ বছর কারাদণ্ড হয়েছিল, যে ব্যক্তি নগরকান্দা সালথা থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে সেই ব্যক্তির স্থান আগামী নির্বাচনে জনগণই ঠিক করে দেবে।’

এ বিষয়ে সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা