× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মুখ থুবড়ে পড়া বাংলাদেশ শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে’

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ২২:৫৭ পিএম

দিনাজপুরের বিরল উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নে বহলা বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রবা ফটো

দিনাজপুরের বিরল উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নে বহলা বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রবা ফটো

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ বদলে গেছে। বিশ্বনেতা, রষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা বাংলাদেশের ভূয়সী প্রসংশা করছেন। এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের সুখ, স্বাধীনতার সুখ। 

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে দিনাজপুরের বিরল উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। এর আগে বহলা বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

খালিদ মাহমুদ বলেন, ‘মুক্তিযুদ্ধ হলো আমাদের বীরত্ব গাঁথা ইতিহাস। মুক্তিযুদ্ধ আমাদের শক্তি ও চলার পথের উৎসাহ। সঠিক গন্তব্যে যাওয়ার অনুপ্রেরণা। সেই সঠিক পথে নিয়ে গিয়েছিলেন মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই রক্তের উত্তরাধিকার জননেত্রী শেখ হসিনা বাংলাদেশকে উন্নয়ন, আত্মমর্যাদা এবং সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছেন। বাংলাদেশকে এখন কেউ খাটো করে দেখতে পারে না। বাংলাদেশ পৃথিবীতে উন্নয়নের রোল মডেল।’ 

তিনি বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের ইতিহাস পেছনে ঠেলে দিয়েছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, সেই অপরাধীদের ৭৫ পরবর্তী সময়ে সামনের কাতারে আনা হয়েছিল। তাদের হাতে সমাজ, রাজনীতি, অর্থনীতি তুলে দিয়ে সবকিছু ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ এগোতে পারেনি। মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। মুখ থুবড়ে পড়ে গিয়েছিল। মানুষ খেতে পায়নি, শিক্ষার অধিকার ছিল না, চিকিৎসা ছিল না, মানুষের পরণে কাপড় ছিল না, বাসস্থান ছিল না। এই বীরের জাতিকে একটি ভিক্ষুকের জাতিতে পরিণত করেছিল ৭৫ পরবর্তী স্বৈরশাসকরা।’

খালিদ মাহমুদ আরও বলেন, ‘শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। মুক্তিযোদ্ধারা বিজয়ের ও মুক্তিযুদ্ধের সাধ অনুভব করছেন। বাংলাদেশ এখন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প করার সাহস রাখে। দেশের গ্রামীণ অবকাঠামো বদলে গেছে। রাস্তা-ঘাট-সেতু কোথাও কিছু বাকি নেই। বাড়ি-বাড়ি বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। শিশুরা বিনামূল্যে বই পাচ্ছে। প্রতিটি শিশু আজকে স্কুল যায়। মানুষ কর্মমূখর হয়েছে।’

বিজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রহমান আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সহ-সভাপতি আব্দুস সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা