× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইঞ্জিন বিকল হয়ে তিন ঘণ্টা সাগরে আটকে থাকল জাহাজ

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ২২:১৯ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩ ২২:৩২ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী একটি জাহাজ বিকল হওয়ায় তিন শতাধিক পর্যটক তিন ঘণ্টার বেশি সময় আতঙ্কে কাটিয়েছে। এমভি কাজল নামের এই জাহাজের একজন পর্যটক প্রতিদিনের বাংলাদেশকে বলে, ‘জাহাজটি যে স্থানে রয়েছে, সেটি মিয়ানমারের জলসীমানায়। তাই পর্যটকদের মধ্যে একটু আতঙ্ক রয়েছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ’বুধবার (১৩ ডিসেম্বর) সকালে ২৭০ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয় জাহাজটি। বিকালে সেন্টমার্টিন জেটি থেকে তিন শতাধিক পর্যটক নিয়ে টেকনাফের উদ্দেশে রওনা হয়। প্রায় ৪০ মিনিট চলার পর হঠাৎ করে নাইক্ষ্যংদিয়া নামক এলাকায় পৌঁছলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তখন থেকে জাহাজটি সাগরে ভাসতে থাকে। নিয়মমতে এ জাহাজ সন্ধ্যা ৬টার মধ্যে টেকনাফের দমদমিয়া জাহাজ ঘাটে পৌঁছার কথা।‘

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) টেকনাফের ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া বলেন, ’বেলা ৩টার দিকে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশে রওনা হয় জাহাজটি। কিন্তু পথে বিকল হয়ে পড়ে। জাহাজটিতে তিন শতাধিক পর্যটক ছিল। বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে নৌপথের নাইক্ষ্যংদিয়া এলাকায় জাহাজটি বিকল হয়। জাহাজের ইঞ্জিন মেরামত শেষ হতে সময় লাগে তিন ঘণ্টার বেশি। সন্ধ্যা ৭টার পর মেরামত শেষ হলে আবার টেকনাফের উদ্দেশে রওনা হয়। রাত ৮টার পর জাহাজটি ঘাটে পৌঁছেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা