× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় ‘দুর্বৃত্তের’ আগুনে পুড়ল আদালতের এজলাস

খুলনা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ১৭:২৭ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৫ পিএম

আগুনে পুড়ে যাওয়া এজলাস কক্ষের আসামিদের কাঠগড়া। প্রবা ফটো

আগুনে পুড়ে যাওয়া এজলাস কক্ষের আসামিদের কাঠগড়া। প্রবা ফটো

খুলনার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে কোনো এক সময় জানালা দিয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এজলাস কক্ষের আসামিদের কাঠগড়া ও আইনজীবীদের বসার বেঞ্চ পুড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে আদালতপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. সাঈদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় আইনজীবীরা জানান, পাইকগাছা আদালত ভবনের পূর্ব পাশে রয়েছে সিনিয়র সহকারী জজ আদালত এবং পশ্চিম পাশে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষের সামনে জানালার একটি গ্লাস ভাঙা রয়েছে। দুর্বৃত্তরা বুধবার ভোরের দিকে কোনো এক সময় জানালার ওই ফাঁকা জায়গা দিয়ে পেট্রোল জাতীয় পদার্থ দিয়ে কক্ষের ভেতরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

পরে উপজেলা মডেল মসজিদের মুসল্লিরা ফজরের নামাজ পড়ে ফিরে যাওয়ার সময় আদালতের এজলাস কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন। এ সময় তারা আদালতে অবস্থানরতদের খবর দেন। তখন সবার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে এজলাস কক্ষে আসামিদের কাঠগড়া ও আইনজীবীদের বসার সোফাসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে যায়।

খবর পেয়ে খুলনা জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

খুলনার পুলিশ সুপার মো. সাঈদুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাইরে থেকে আগুন দেওয়া হয়েছে। প্রাথমিক ধারণা করছি, বিজ্ঞ আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে নাশকতাকারীরাই এ অগ্নিসংযোগ করেছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।’

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন বলেন, ‘এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেজন্য আমরা শক্তভাবে নজর রাখব। পাশাপাশি তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা