× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত চলছে, ট্রেন চলাচল শুরু নিয়ে অনিশ্চিয়তা

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ১৪:৫০ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৪ পিএম

গাজীপুরে চলছে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত। প্রবা ফটো

গাজীপুরে চলছে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত। প্রবা ফটো

গাজীপুরে নাশকতায় ক্ষতিগ্রস্ত মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। রেললাইনের ২০ ফুট কেটে ফেলায় অন্তত ৩০০ ফুটের অধিক রেললাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্লিপার ও লোহার পাত দুমড়েমুচড়ে গেছে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামত কাজ শুরু হলেও কখন নাগাদ শেষ হবে তা অনিশ্চিত। 

উদ্ধারকারী ট্রেন একটি ময়মনসিংহ অপরটি ঢাকা থেকে এসে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার অভিযানে সহযোগিতা করতে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসারসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের লোক কাজ করছে। 

রেলওয়ে সূত্রে জানা গেছে,  লাইনে থাকা বগিগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কার করে ট্রেন দুটি কাছাকাছি নিয়ে আসা হবে। পরে লাইনচ্যুত বগিগুলো লাইনে উঠিয়ে উদ্ধারকারী ট্রেন টেনে নেবে। উদ্ধার অভিযানে রেলওয়ে প্রকৌশল বিভাগের শতাধিক কর্মী কাজ করছেন।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সফিকুর রহমান বলেন, ‘আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি ঘটনাটি দুর্বৃত্তরা নাশকতা ঘটনার জন্য করেছে। এখন উদ্ধার ও মেরামতের কাজ চলমান রয়েছে।’ 

বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে গাজীপুরের ভাওয়াল রেলস্টেশনের কয়েকশ গজ সামনে বনখড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে বিপরীত রাস্তায় চলছে ট্রেন।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা