× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশীয় গমের বীজ ভারতে পাচার, আসছে মাদক

চারঘাট (রাজশাহী) সংবাদদাতা

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ২২:৫৩ পিএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩ ২২:৫৯ পিএম

দেশীয় গমের বীজ ভারতে পাচার, আসছে মাদক

সরকার কৃষি খাতের উন্নয়নে ভর্তুকি দিচ্ছে। আর ভর্তুকি দিয়ে আমদানি করা গমের বীজ রাজশাহীর চারঘাট থেকে পাচার হয়ে যাচ্ছে ভারতে। গমের বীজ পাচার করে দেশে আনা হচ্ছে মাদক। সোমবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উঠে আসে।

ওই সভায় উল্লেখ করা হয়, ভর্তুকি দিয়ে আমদানি করা গমের বীজ ভারতে পাচার করে আনা হচ্ছে ইয়াবা, ফেনসিডিল, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক। উপজেলা ইউসুফপুর বিওপি ক্যাম্প কমান্ডার জানান, গত এক মাসের ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের মাদক জব্দ করেছেন। তবে এই প্রথম ভারতে পাচারকালে ২০ বস্তা গমের বীজ জব্দ করেছে বিওপি ক্যাম্প। সভায় বিওপি ক্যাম্প কমান্ডার গমের বীজ পাচারের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 

আইনশৃঙ্খলা সভায় সীমান্তে অপরাধ বন্ধে সবাইকে সহযোগিতার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন।

সভায় গমের বীজ পাচারের বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম বলেন, উপজেলা কৃষি দপ্তর থেকে যে পরিমাণ বীজ কৃষকদের মধ্যে বিতরণ করা হয় তা তদন্ত করে তালিকা করা হয়। এখানে কোনো ধরনের অনিয়মের সুযোগ থাকে না। কেননা উপজেলা চেয়ারম্যানের নির্দেশনায় উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের নিজ এলাকার তালিকা তদন্ত করে জমা দেন। তিনি ধারণা করছেন, একটি মহল উপজেলার এই রুট ব্যবহার করছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা