আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ২১:০৯ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩ ২১:১৯ পিএম
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে ইতিহাস পরিবহনের একটি বাস। প্রবা ফটো
ঢাকার আশুলিয়ায় ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকায় বাংলাদেশ বেতারের সামনে এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যায় ইতিহাস পরিবহনের একটি বাস চন্দ্রা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাসটি সন্ধ্যার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় বাংলাদেশ বেতারের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা যাত্রী বেশে বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে নেয়।
এসআই জানান, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন ইতোমধ্যে নেভানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখনোই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, ’বাসে আগুনের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’