× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমি নির্বাচিত হলে সেই বিজয় হবে জাহাঙ্গীরের : স্বতন্ত্র প্রার্থী বুদ্দিন

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ১৬:০৬ পিএম

বঙ্গতাজ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা কাজি আলিম উদ্দিন বুদ্দিন। প্রবা ফটো

বঙ্গতাজ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা কাজি আলিম উদ্দিন বুদ্দিন। প্রবা ফটো

গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা কাজি আলিম উদ্দিন বুদ্দিন বলেছেন, সবসময় বাইরে ভোট দিয়েছেন, এবার ঘরের মধ্যে ভোট দেন। আমি যদি নির্বাচিত হই, সেই বিজয় হবে জাহাঙ্গীরের (সাবেক মেয়র)। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে বঙ্গতাজ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় এসব বলেন তিনি। 

এসময় গাজীপুরের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে উদ্দেশ্য করে বলেন, এমপি নির্বাচিত হয়ে যদি দিনরাত সিটি করপোরেশনের পেছনে লেগে থাকেন তাহলে উন্নয়ন হবে কিভাবে। টঙ্গীতে গিয়েছিলাম সেখানে আমাকে তারা বলেছে টঙ্গীর মানুষ নির্যাতিত হয়েছে’।

তিনি বলেন, সারাদেশে জাহাঙ্গীর আলমের মত নেতা খুব বিরল। তিনি আমার থেকে অনেক ছোট কিন্তু একজন ক্যারিশমাটিক নেতা। তিনি মাত্র তিন বছরে গাজীপুরে চেহারা পরিবর্তন করে দিয়েছিল। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। তিনিসহ সবাই আমার পক্ষে রয়েছে, আমি আপনাদের ঘরের সন্তান। সবসময় আমাকে আপনারা পাশে পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন। তাই আমি নির্বাচিত হয়ে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে একটি আধুনিক শহর গড়ে তুলব।

জাহাঙ্গীর আলম বলেন, একটি পরিবর্তন দরকার। এই পরিবর্তন বুদ্দিন ভাই (স্বতন্ত্র প্রার্থী) এর মাধ্যমে যেন হয়। যেহেতু বুদ্দিন ভাই প্রবীণ নেতা, তার মাধ্যমে যেন সমাজ ভালো থাকে, এজন্য তার মাধ্যমে পরিবর্তন চাই। গাজীপুরের ১ থেকে ৫টি আসনেই যারা মানুষকে, আমাদেরকে মূল্যায়ন করে তাদের পক্ষে কাজ করব। তাই বুদ্দিন ভাই যেহেতু আমাদের সঙ্গে থেকে উন্নয়ন করতে চেয়ে দোয়া চেয়েছে তার জন্য কাজ করব। রাজনীতিতে দেখেছি বুদ্দিন ভাই একজন আদর্শবান মানুষ। তাই আমরা বুদ্দিন ভাইয়ের জন্য ভোট চাই, দোয়া চাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা