× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহজালাল বিশ্ববিদ্যালয়

ছাত্র হত্যায় জড়িত সন্দেহে তিন বহিরাগত আটক

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২২ ১৩:৪৬ পিএম

শাবিপ্রবি শিক্ষার্থী মো. বুলবুল আহমেদ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা

শাবিপ্রবি শিক্ষার্থী মো. বুলবুল আহমেদ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মো. বুলবুল আহমেদ (২২) হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেন।

বি এম আশরাফ উল্যাহ তাহের বলেন, আটক তিনজনই অছাত্র। তারা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। বিভিন্ন সময় অপরাধের সঙ্গে তাদের জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে, তবে তারাই হত্যার সঙ্গে সম্পৃক্ত কি না, পুলিশ এটি জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখছে।

গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে গাজী-কালু টিলালাগোয়া ‘নিউজিল্যান্ড’ এলাকায় বুলবুল ছুরিকাহত হন। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত পৌনে আটটার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই সিলেট মহানগরের জালালাবাদ থানায় একটি হত্যা মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

নিহত বুলবুল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি নরসিংদী সদরের চিনিশপুরম নন্দীপাড়া গ্রামে। তিনি বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের ২১৮ নম্বর কক্ষে থাকতেন। বুলবুলের মৃত্যুর সংবাদ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল রাত থেকে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানোর দাবিতে নানা ধরনের আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, বুলবুল যখন ছুরিকাহত হন, তখন একজন ছাত্রী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তবে ঘটনার পর থেকে ওই ছাত্রী বারবার মূর্ছা যাচ্ছেন। ফলে সে সময়ের ঘটনা জানা সম্ভব হচ্ছে না। যেহেতু ওই ছাত্রীই একমাত্র প্রত্যক্ষদর্শী, তাই তিনি কিছুটা সুস্থ বোধ করলে তার সঙ্গে আলাপ করে ঘটনার বিস্তারিত জানা সম্ভব হবে।

সিলেট মহানগরের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা খান বলেন, ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে। দ্রুতই হত্যার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের শনাক্তের পাশাপাশি গ্রেপ্তার করা হবে। আজ ময়নাতদন্ত শেষে লাশ নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা