× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমরেড বরুণ রায়ের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩ ২২:০০ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩ ২২:৩০ পিএম

কমরেড বরুণ রায়ের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য কমরেড বরুণ রায়ের চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা করেছে কমরেড বরুণ রায় স্মৃতি সংসদ। শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি দূর্জটি কুমার বসুর সভাপতিত্বে ও সুনামগঞ্জ উদীচীর সাংগঠনিক সম্পাদক আসাদ মনির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উদীচীর সভাপতি নারীনেত্রী শিলা রায়, সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, কমরেড বরুণ রায় স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রমেন্দ্র কুমার দে মিন্টু, খেলাঘর আসরের সভাপতি বিজন সেন রায়, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, কবি ও লেখক সুখেন্দ্র সেন, দৈনিক সুনামগঞ্জের খবর’র সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা কুমার সৌরভ, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা স্বপন রায়, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড. খলির রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কমরেড বরুণ রায় আমৃত্যু মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করেছেন। তিনি সংসদ সদস্য হয়েও একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন। যা বর্তমানে সংসদ সদস্যদের মধ্যে দেখা যায় না।

বক্তারা আরও বলেন, বরুণ রায় তাঁর জীবন-যৌবনের শ্রেষ্ঠ সময় উৎসর্গ করেছেন দেশ ও মানুষের কল্যাণে। তাঁর রাজনীতি, জীবনদর্শন ছিল খেটে খাওয়া মানুষের জন্য। তাঁর জীবনের ১৪টি বছর কেটেছে কারাবাসে। তাই বিপ্লবী বরুণ রায় জনতার শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে আজও বেঁচে আছেন।

স্মরণসভার স্বাগত বক্তব্য রাখেন, কমরেড বরুণ রায় স্মৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। 

এর আগে বরুণ রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা