× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় গানের তালে ‘গরুর র‍্যাম্প শো’

বগুড়া অফিস

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩ ১৬:০০ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩ ১৭:০০ পিএম

বগুড়ায় গানের তালে গরুর র‍্যাম্প শো অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

বগুড়ায় গানের তালে গরুর র‍্যাম্প শো অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

বগুড়ায় গানের তালে গরুর র‌্যাম্প শো অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এই র‌্যাম্প শোতে দেখা গেছে, গানের তালে শতাধিক গরু হাজার হাজার দর্শনার্থীর সামনে হাঁটছে। হাঁটার সময় সঙ্গে থাকা গরুর মালিকরাও তাদের গরুর জাত, বয়স এবং দাম সবাইকে জানিয়ে দিচ্ছেন। পরে র‍্যাম্প শো শেষে মালিকরা তাদের গরু নিজ নিজ স্টলে নিয়ে যান। 

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে টিএমএসএস বিনোদন পার্কে ‘বিডিএফএ উত্তরবঙ্গ গরু মেলায়’ এ র‍্যাম্প শোর আয়োজন করা হয়। 

শুক্রবার সকাল থেকেই ২১৬টি স্টলে বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল, দুম্বাসহ অন্যান্য শখের পশু নিয়ে প্রদর্শনী শুরু করেন খামারিরা। 

খামারিরা ব্রাহামা, আরসিসি, নর্থ বেঙ্গল গ্রে, শাহীওয়াল, সিজারিয়ান, ভুট্টীসহ দেশি-বিদেশি বিভিন্ন জাতের গরু মেলায় দেখা গেছে। মেলার মাঠে ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণ ছিল ১ হাজার ৪০০ কেজি ওজনের অস্ট্রাল গরুকে ঘিরে। এ ছাড়াও শিং বড় কয়েকটি গরু দেখতে সাধারণ মানুষ ভিড় করেন। 

রিয়াদ হাসান নামে এক শিক্ষার্থী বলেন, ‘অনেক মেলা দেখেছি কিন্তু এই প্রথম গরু মেলা দেখলাম। এত বড় বড় গরু জীবনেও দেখিনি। এই মেলায় এসেই গরুর বিভিন্ন প্রজাতির নাম জানলাম এবং তাদের চিনলাম।’

শুভ্রা বিশ্বাস নামে গৃহিণী বলেন, ‘সকালে ছেলেমেয়েকে নিয়ে গরু মেলায় এসেছি। বাড়ির কাছেই মেলা হচ্ছে, তাই এই সুযোগ মিস করিনি।’ 

সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে আসা আল আয়মান এগ্রোর মালিক মাসুদ রানা বলেন, ‘ছয়টি গরু এবং কয়েকটি দুম্বা ও লুম্বা নিয়ে মেলায় এসেছি। এই প্রথম কোনো গরু মেলায় অংশ নিয়েছি।’

সুরা এগ্রো ফার্মের মালিক রাকিবুল ইসলাম বলেন, ‘এই মেলার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের খামারিদের সঙ্গে উচ্চ পর্যায়ের খামারিদের নতুন সম্পর্কের মাত্রা যুক্ত হবে। এতে করে খামারিরাই লাভবান হবেন।’

বগুড়া ভান্ডার এগ্রো ফার্মের স্বত্বাধিকারী ও উত্তরবঙ্গ গরু মেলার প্রধান সমন্বয়ক তৌহিদ পারভেজ বিপ্লব বলেন, ‘মেলায় উত্তরবঙ্গের ১৬টি জেলার খামারিরা তাদের বিভিন্ন জাতের গরু নিয়ে এসেছেন। এখানে মোট ২১৬টি স্টল রয়েছে। মেলার প্রধান আকর্ষণ গরুর র‍্যাম্প শো। যা ইতোমধ্যে একবার অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল পর্যন্ত এই মেলা চলবে। মেলার ফাঁকে ফাঁকে গরুর র‍্যাম্প শো চলবে।’ 

এর আগে বেলা ১১টার দিকে মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। 

বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদার, এসিআই এগ্রিবিজনেসের প্রেসিডেন্ট ড. এফ এইচ আনসারি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা