× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হলফনামা বিশ্লেষণ

হানিফের ঋণ প্রায় ১০৩ কোটি টাকা

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩ ২১:২০ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩ ২১:২৩ পিএম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। ছবি : সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনে দুইবারের সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। গত ১০ বছরে তার নিট সম্পদ বেড়েছে প্রায় তিন গুণ। সম্পদের বিপরীতে তার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ রয়েছে ৪২ গুণের বেশি। দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হানিফের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

হলফনামার তথ্য অনুযায়ী, দশম সংসদ নির্বাচনের আগে হানিফের নামে ৮ কোটি ৫০ লাখ ৭৬ হাজার ৯০৪ টাকার সম্পদ ছিল। একাদশ সংসদ নির্বাচনের আগে তা দাঁড়ায় ২৩ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৭৩৮ টাকায়। বর্তমানে হানিফের সম্পদ আছে ২৪ কোটি ৯৯ লাখ ৬৭ হাজার ১১ টাকা মূল্যের। এর মধ্যে আছে নগদ অর্থ, বন্ড ঋণপত্র, স্টক একচেঞ্জ, তিনটি গাড়ি, স্বর্ণ, ইলেকট্রনিক সামগ্রী, আসবাবপত্র, আগ্নেয়াস্ত্র, গাজীপুর, নয়াপল্ট ও গুলশানে জমি, কুষ্টিয়ায় তিনতলা ভবন এবং কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার।

দশম ও একাদশ সংসদ নির্বাচনে এমপি হওয়ার আগে হানিফের কোনো ঋণ ছিল না। তবে এখন তার ঋণের পরিমাণ ১০২ কোটি ৮৬ লাখ ১১ হাজার ৭০০ টাকা। এর মধ্যে প্রিমিয়ার ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সিকিউরিটি ডিপোজিট ফার্ম হাউস প্রোপার্টি এবং এনসিসি ব্যাংক থেকে তার ঋণ নেওয়া আছে। দশম সংসদ নির্বাচনে তার স্ত্রীর নামে ১ কোটি ৬৪ লাখ ২৫ হাজার ৯১৭ টাকার সম্পদ ছিল। বর্তমানে হানিফের স্ত্রীর নামে কোনো সম্পদ ও অর্থ নেই।

বর্তমানে মাহবুব-উল আলম হানিফের বার্ষিক আয় ৩ কোটি ৬৪ লাখ ৪ হাজার ১০ টাকা। এই টাকা তিনি ব্যবসা, বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান বা  ভাড়া বাবদ পেয়ে থাকেন। এ ছাড়া গত পাঁচ বছরে চাকরি (এমপি ভাতা) থেকে আয় করেছেন ৬ লাখ ৬০ হাজার টাকা, ব্যাংক থেকে সুদ পেয়েছেন ৯৭৪ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা