× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোশাক শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় অংশীজনদের সহযোগিতা চাইলেন বিজিএমইএ সভাপতি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৬ পিএম

বিজিএমইএ কার্যালয়ে পোশাক শিল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা। প্রবা ফটো

বিজিএমইএ কার্যালয়ে পোশাক শিল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা। প্রবা ফটো

বর্তমান সময়ে বাংলাদেশের পোশাক শিল্প একটি কঠিন সময় পার করছে। এই শিল্প বাঁচিয়ে রাখতে সকল অংশীজনদের সহযোগিতা চেয়েছেন পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, বাংলাদেশের পোশাক শিল্প একটি কঠিন সময় পার করছে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে আবির্ভূত চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠা এবং শিল্পের একটি উজ্জ্বল ভবিষ্যত তৈরি করার জন্য যৌথ প্রচেষ্টা এবং দায়িত্ব ভাগাভাগি করে নেওয়া অপরিহার্য।

বুধবার (৫ ডিসেম্বর) চট্টগ্রামে বিজিএমইএ কার্যালয়ে পোশাক শিল্পের অংশীজনদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় ফারুক হাসান বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং এর ধারাবাহিকতায় বাংলাদেশের পোশাক শিল্পের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

ফারুক হাসান বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পোশাক শিল্পের গুরুত্বের প্রেক্ষিতে এই শিল্পটিকে টেকসই উপায়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার একসঙ্গে কাজ করা উচিত। আমরা আশা করি, সবার সহযোগিতায় পোশাক শিল্প তার বর্তমান চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে সক্ষম হবে। আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আরও অধিক অবদান রাখবে।

মতবিনিময় সভায় বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এস.এম. মান্নান কচি, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ওমর হাজ্জাজ, বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের (বিএসএসএ) চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার এসোসিয়েশনের (বাফা) সহ-সভাপতি খায়রুল আলম সুজন, চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ারডিং এজেন্টস এসোসিয়েশনের সভাপতি এ. কে.এম. আকতার হোসেন, বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস এসোসিয়েশনের (বিকডা) সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কন্টেইনার শিপিং এসোসিয়েশনের (এমএলও) চট্টগ্রামের প্রতিনিধি এনামুল হক, বার্থ অপারেটর ওনার্স এসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী, উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সহ-সভাপতি লুৎমিলা ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা