× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আত্মসাৎকৃত টাকা ফেরতের দাবিতে সোনালী ব্যাংক গ্রাহকদের সড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩ ১৭:০৩ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩ ১৮:৫৫ পিএম

সোনালী ব্যাংক থেকে আত্মসাৎকৃত সঞ্চয়পত্রের টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন। প্রবা ফটো

সোনালী ব্যাংক থেকে আত্মসাৎকৃত সঞ্চয়পত্রের টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন। প্রবা ফটো

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় মানববন্ধনসহ সড়ক অবরোধ করে সোনালী ব্যাংক থেকে আত্মসাৎকৃত সঞ্চয়পত্রের টাকা ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন গ্রাহকরা। গতকাল বুধবার দুপুরে উপজেলার গোবিন্দাসী শাখা সোনালী ব্যাংকের সামনে এই কর্মসসূচি পালন করেন তারা।

পরে ব্যাংকের বর্তমান ম্যানেজার ফিরোজ আহম্মেদ গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী গ্রাহক বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, মর্জিনা বেগম, আজিজুল, সাহেব উদ্দিন, জুলহাস উদ্দিন প্রমুখ। 

জুলহাস উদ্দিন বলেন, প্রশাসন ও ব্যাংক কর্তৃপক্ষ বারবার টাকা ফেরতের আশ্বাস দিলেও এখন পর্যন্ত টাকা পাচ্ছি না। সাবেক ম্যানেজার শহিদুল ইসলামের বিরুদ্ধেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। টাকা চুরি করার পরও ম্যানেজার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। আরেক ভুক্তভোগী মর্জিনা বেগম বলেন, ‘আমরা নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি টাকা ফেরতের জন্য। দ্রুত সময়ের মধ্যে টাকা ফেরত দেওয়া না হলে ব্যাংকের সামনে আমরণ অনশন করা হবে।’ গ্রাহকদের সঞ্চয়পত্রের পাঁচ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে তাদের দাবি। এ ব্যাপারে ম্যানেজার ফিরোজ আহম্মেদ বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে কাজ শুরু করেছে। খুব দ্রুত সময়ের মধ্যে যাতে গ্রাহকরা টাকা পান সে বিষয়ে কাজ চলমান রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা