× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় টিএমএসএস বিনোদন পার্কে ‘গরুর মেলা’, থাকবে র‌্যাম্প শো

বগুড়া অফিস

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৯ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩ ০৯:৪৩ এএম

বগুড়ায় পাঁচ তারকা হোটেলে ‘বিডিএফএ উত্তরবঙ্গ গরুর মেলা’। ছবি : সংগৃহীত

বগুড়ায় পাঁচ তারকা হোটেলে ‘বিডিএফএ উত্তরবঙ্গ গরুর মেলা’। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ডেইর ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) আয়োজনে ৮ ও ৯ ডিসেম্বর বগুড়ায় অনুষ্ঠিত হতে যচ্ছে ‘বিডিএফএ উত্তরবঙ্গ গরু মেলা’। জেলার টিএমএসএস বিনোদন পার্কে দুই দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। এই মেলার প্রধান আকর্ষণ থাকবে গরুর র‍্যাম্প শো। 

শুক্রবার (৮ ডিসেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম উত্তরবঙ্গে প্রথম ব্যতিক্রমধর্মী এ মেলার উদ্বোধন করবেন। এ ছাড়াও বিশেষ অতিথি থাকবেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও সাংসদ রাগেবুল আহসান রিপু।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বগুড়া ভান্ডার এগ্রো ফার্মের স্বত্বাধিকারী ও উত্তরবঙ্গ গরু মেলার প্রধান সমন্বয়ক তৌহিদ পারভেজ বিপ্লব। 

এ সময় উপস্থিত ছিলেন উত্তরঙ্গ গরু মেলার সদস্য সচিব, অর্ক খান, রাহাত খান, সদস্য রাকিবুল ইসলাম, আতিকা এগ্রো ফার্মের স্বত্বাধিকারী খামারি আব্দুর রহমান ও খামারি সাকিব।

সংবাদ সম্মেলনে তোহিদ পারভেজ বিপ্লব বলেন, ‘ব্যতিক্রমী এ মেলায় কয়েকশ খামারি তাদের সেরা গরু (গাভি ও ষাঁড়) তুলবেন। এ ছাড়াও মেলায় উঠবে গয়াল, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়াসহ নানা জাতের পোষা প্রাণী ও পাখি।’

তিনি আরও বলেন, ‘মেলায় ১৫০টিরও বেশি স্টল থাকবে। বাংলাদেশের সেরা আকর্ষণীয় গরু, ছাগল, ঘোড়া, ভেড়া ও দুম্বাসহ নানা পশু মেলায় উঠবে। এ ছাড়াও মেলায় ২৫০টির মতো খামারি থাকবেন। সেই সঙ্গে মেলার মূল আকর্ষণ হিসেবে গরুর র‌্যাম্প শো অনুষ্ঠিত হবে।’

তোহিদ পারভেহ বিপ্লব জানান, বিভিন্ন ক্যাটাগরিতে মেলায় ৭২টি পুরস্কার প্রদান করা হবে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ডা.  নাহিদ রশিদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. ইমদাদুল হক।

প্রান্তিক খামারিদের জন্য এই মেলা একটি বড় সুযোগ উল্লেখ করে তোহিদ পারভেহ বিপ্লব বলেন, ‘প্রান্তিক খামারিদের জন্য এই মেলা একটি বড় সুযোগ। এখানে তারা পালন করা প্রতিটি গরু ভালো দামে দেশের স্বনামধন্য খামারিদের কাছে বিক্রি করতে পারবেন। এটি সকল খামারিদের একটি মিলন মেলায় পরিণত হবে। পাশাপাশি সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এই মেলার মাধ্যমে স্থাপিত হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা