× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীমঙ্গলে হোটেলের খাটের নিচ থেকে অজ্ঞাত পর্যটকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩ ১২:৪৬ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩ ১৩:০৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের একটি আবাসিক হোটেলের খাটের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক পর্যটকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাতে শহরের মুন আবাসিক হোটেলের ২০৩ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চলতি বছরের ২১ অক্টোবর ওই হোটেলের ২১৫ নম্বর কক্ষ থেকে নিতাই দাস নামের আরর এক পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল। 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৮ নভেম্বর তিন ব্যক্তি শহরের নতুন বাজারের হোটেল মুনের ২০৩ নম্বর কক্ষ ভাড়া নেন। তিন ব্যক্তি কক্ষ ভাড়া নিলেও হোটেলের রেজিস্ট্রারে একজনের নাম-ঠিকানা লিপিবদ্ধ করা হয়। পরদিন ২৯ নভেম্বর ওই তিনজনের মধ্যে দুজন চেক আউট করে চলে যান। পরে হোটেল বয় কক্ষটি তল্লাশি না করেই দরজা তালাবদ্ধ করেন। পরে সোমবার ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে হোটেল ব্যবস্থাপক আব্দুর রাকিব (রতন) কক্ষের তালা খুলে খাটের নিচে একজন পুরুষের অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ওসি বলেন, ‘মরদেহটিতে পচন ধরায় তার দেহে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না তা বুঝা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মৌলভীবাজার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না কি স্বাভাবিক মৃত্যু তা ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর নিশ্চিত হওয়া যাবে।’ 

তদন্তের স্বার্থে মৃত ব্যক্তির সঙ্গে থাকা দুজনের পরিচয় জানাতে অস্বীকৃতি প্রকাশ করেন ওসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা