× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিপু চৌধুরীর জানাজায় লাখো মুসুল্লির ঢল

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩ ২২:৩৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপুর জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) দুপুর দুইটায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর স্কুল মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। 

চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নাছির উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারীসহ লাখো মুসুল্লি জানাজায় উপস্থিতি ছিলেন। জানাজায় ইমামতি করেন মাওলানা মাশউদ আহমদ।

জানাজার আগে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকজন দিপুর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘আপনাদের দিপু চৌধুরী ছিল ছোট মানুষ, হয়ে গেল জনপ্রিয় নেতা। আমি ভাবতে পারিনি এত কম সময়ে বিদায় নেবে। দিপু সব শ্রেণির মানুষের মন জয় করে রাজনীতি করতো। মানুষের যেকোনো বিপদে-আপদে ছুটে যেত। তার মধ্যে অকল্যাণমূলক কাজ দেখিনি।’ পরে আবেগতারিত হয়ে ছেলের জন্য সবার কাছে দোয়া প্রার্থনাও করেন আওয়ামী লীগের এ বর্ষীয়ান নেতা।

সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিপু চৌধুরীর সবশেষ জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

গত শনিবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে দিপু চৌধুরীর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা