× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুরে পুলিশের পিকআপে ট্রেনের ধাক্কা, কনস্টেবল নিহত

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩ ১২:০০ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩ ১২:৫০ পিএম

জামালপুরে পুলিশের পিকআপে ট্রেনের ধাক্কা, কনস্টেবল নিহত

জামালপুরে রেলক্রসিং পার হওয়ার সময় পুলিশের পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় এক কনস্টেবল নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে জামালপুর পৌরসভার শেখেরভিটা রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এ সময় লেভেল ক্রসিং গেটে ব্যারিয়ার নামানো ছিল না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

নিহত আহসানুল হক নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার রাজা নগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আর আহত আরিফুল হক টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার দক্ষিণ কয়ড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। আহসানুল জামালপুর সদর থানার পুলিশ কনস্টেবল ছিলেন। আরিফুলও একই থানার কনস্টেবল হিসেবে কর্মরত।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি জানান, ভোরে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেনটি জামালপুর পৌরসভার শেখেরভিটা রেলক্রসিংয়ে টহল পুলিশের পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে গেছে। এতে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আহসানুলকে মৃত ঘোষণা করেন। পরে আরেক কনস্টেবল আরিফুল হককে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী কামরুল হাসান দিপ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রচণ্ড জোরে শব্দ শুনে ছুটে এসে দেখি পুলিশ সদস্যরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এ সময় রেল ক্রসিংয়ের গেট ব্যারিয়ার নামানো ছিল না। এমনকি সেখানে কোনো লোকও ছিল না।

ওসি মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা