× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকেরগঞ্জে জাতীয় পার্টির আলোচনাসভা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ২১:৫৩ পিএম

বাকেরগঞ্জ শহরের পল্লী ভবনে সভায় বক্তব্য দেন এবিএম রুহুল আমিন হাওলাদার। প্রবা ফটো

বাকেরগঞ্জ শহরের পল্লী ভবনে সভায় বক্তব্য দেন এবিএম রুহুল আমিন হাওলাদার। প্রবা ফটো

বরিশালের বাকেরগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে শহরের পল্লী ভবনে এ সভার আয়োজন করা হয়। সভায় বাকেরগঞ্জের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রত্নার সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব মিত্রের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার।

রুহুল আমিন হাওলাদার বলেন, ‘বাকেরগঞ্জ পৌরসভা, যুব উন্নয়ন অধিদপ্তর, সরকারি কলেজ, সেতু-কালভার্ট, সড়কসহ অসংখ্য উন্নয়ন করেছি। আমি ও আমার সহধর্মিণী বেগম নাসরিন জাহান রত্না জীবনের দীর্ঘ সময় উপজেলাবাসীর জীবন-মান উন্নয়নে কাজ করেছি। আমৃত্যু উপজেলাবাসীর সুখ-দুঃখের সাথি হয়ে থাকব।’ 

তিনি আরও বলেন ‘বঙ্গবন্ধুর জন্য দেশ পেয়েছি। নদীর পাড়ে (আঙ্গারিয়া) বাড়ি ছিল, আজ এখানে (বাকেরগঞ্জ শহরে) বাড়ি হয়েছে। দিয়েছেন আল্লাহ, উছিলা বঙ্গবন্ধু।’

পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি সুলতান আহমেদ হাওলাদার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও দাঁড়িয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, গারুরিয়া ইউপি চেয়ারম্যান এসএম কাইয়ুম খান, পাদ্রি শিবপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম মোল্লা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা