× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরিষাবাড়ীতে পুলিশের মামলায় ইউপি সদস্য কারাগারে

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৫ পিএম

সরিষাবাড়ীর থানা। প্রবা ফটো

সরিষাবাড়ীর থানা। প্রবা ফটো

জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশের করা মামলায় আলমগীর হোসেন নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে ওই ইউপি সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে শুক্রবার রাতে তাকে জামালপুর সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় আরও ৯ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আলমগীর হোসেন উপজেলার কামরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গ্রেপ্তার করা ইউপি সদস্য নাশকতা মামলায় এজাহারভুক্ত আসামি। শুক্রবার রাতে তাকে জামালপুর সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ওসি আরও বলেন, গত ৩১ অক্টোবর রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিসন্ত্রাস ও নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকে জমায়েত হন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌর শহরের বলার দিয়ার চৌধুরী মোড় এলাকায় বিএনপির গোপন বৈঠকে অভিযান চালায় পুলিশ। পুলিশের অবস্থান টের পেয়ে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়। এ ঘটনায় সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ হুমায়ুন মিয়া বিশেষ ক্ষমতা আইনে ১৬ জনের নাম উল্লেখসহ ৭০-৮০ জন অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে মামলা করেন। এর আগে ওই মামলার ৯ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা