× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা চত্বরে মুরগি, মালিককে ডেকে ‘অপমান’

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ১৭:১১ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩ ১৮:২১ পিএম

উপজেলা চত্বরে মুরগি, মালিককে ডেকে ‘অপমান’

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে মুরগি প্রবেশ করায় গৃহিণীকে ডেকে নিয়ে অপমান করার অভিযোগ উঠেছে। 

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে এই অভিযোগ করেছেন গৃহিণী মাকছুদা বেগম।

মাকছুদা বলেন, ‘গত সোমবার বিকালে তার মুরগিটি উপজেলা পরিষদে যায়। সেটিকে ধরে আটকে রাখেন ইউএনও। পর দিন ইউএনও অফিসে আমাকে দেখা করে মুরগি আনতে বলেন। আমি উপজেলায় গেলে মুরগি কেন পরিষদে এলো, এই বলে অপমান করেন ইউএনও।’

তিনি আরও বলেন, ‘উপজেলা চত্বরে যেন ভবিষ্যতে আপনার মুরগি প্রবেশ না করে- এই বলে আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দেন।’ 

ইউএনও কার্যালয়ের পিয়ন লাভলী বেগম বলেন, ইউএনও স্যারের নির্দেশে মুরগিটা আটকে রাখা হয়েছিল।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, ‘হ্যাঁ আমি মুরগির মালিককে ডেকেছিলাম, উপজেলা পরিষদের পরিবেশ সুন্দর রাখার জন্যই। আমি তাদের উপজেলা পরিষদে মুরগি চরানোর জন্য নিরুৎসাহিত করেছি মাত্র।’ 

এ বিষয়ে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন বলেন, ‘বিষয়টি ছোট, তবে দুঃখজনক। মুরগির মালিকসহ মহল্লাবাসী আমার কাছে এসেছিলেন। আমি বিষয়টি অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা