মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ১৬:২০ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩ ১৭:২২ পিএম
বহিষ্কৃত সাব্বির ভূঁইয়া
কিশোরগঞ্জে বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ায় ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত সাব্বির ভূঁইয়া কটিয়াদী উপজেলার ৩ নম্বর করগাঁও ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন।
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলার ৩ নম্বর করগাঁও ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি সাব্বির ভূঁইয়ার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হলো। জেলা ছাত্রদেলের সভাপতি মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ নেভীন এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন।
দল থেকে বহিষ্কার হওয়ার পর ধন্যবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন সাব্বির ভূঁইয়া।
আজ শনিবার জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক মনিরুল হাসান জেনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করায় সাব্বির ভূঁইয়াকে বহিষ্কার করা হয়েছে।