সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৭ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩ ১৬:৫২ পিএম
সিরাজগঞ্জে আগুনে পুড়েছে চারটি বসতঘর। প্রবা ফটো
সিরাজগঞ্জ সদর উপজেলায় আগুন লেগে চারটি বসতঘর পুড়ে গেছে। মারা গেছে তিনটি গরু। শুক্রবার (১ ডিসেম্বর) রাতে বাগবাটি ইউনিয়নের ধরডোব গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলম ও শাহ জামাল শেখ জানান, রাতে বিদ্যুতের তার থেকে প্রথমে গোয়াল ঘরে আগুন লাগে। এরপর পাশের খড়ের পালায় আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে আসবাবপত্রসহ ৪টি বসতঘর পুড়ে গেছে। মরে গেছে গোয়ালে থাকা ৩টি গরু। ঘরে থাকা নগদ টাকা, সোনার গহনা,ঘর, আসবাবপত্রসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আতাউর রহমান বলেন, স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।