রংপুর অফিস
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ১৫:২২ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৩ পিএম
মশিউর রহমান রাঙ্গা। ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গাসহ আরও তিন প্রার্থীর মনোনয়ন সাময়িক স্থগিত করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রম চলাকালে এ সিদ্ধান্ত জানান।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার কাগজপত্র না দেওয়ায় রাঙ্গার মনোনয়ন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এ ছাড়া এই আসনে মামলা সংক্রান্ত তথ্যের ঘাটতির কারণে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সবুজ মিয়া, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির বখতিয়ার হোসেন ও শ্যামলী রায়ের মনোনয়ন স্থগিত করা হয়। এ ছাড়া ভুয়া ভোটার তালিকা জমা দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, ‘মসিউর রহমান রাঙ্গার চারটি মামলার তিনটি নিষ্পত্তির কাগজ রয়েছে। অপর মামলাটির কোনো কাগজপত্র জমা দেওয়া হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে তাদের মামলা সংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে। ছোট-খাটো ত্রুটির কারণে অন্য তিনজনের মনোনয়নও স্থগিত করা হয়েছে।’
প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে রংপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম রাজু, জাতীয় পার্টির প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান বাবলু, স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির শাহিনুর আলম, স্বতন্ত্র প্রার্থী মো. মঞ্জুম আলী, তৃণমূল বিএনপির বদরুদ্দোজা চৌধুরী, ন্যাশনাল পিপল্স পার্টির হাবিবুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে প্রার্থী, তাদের সমর্থক এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।