× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে নেতৃত্বের শূন্যস্থান পূরণ করতে চান ট্রান্সজেন্ডার রানী

রংপুর অফিস

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৩ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩ ২০:০২ পিএম

ট্রান্সজেন্ডার আনোয়ারা ইসলাম রানী। প্রবা ফটো

ট্রান্সজেন্ডার আনোয়ারা ইসলাম রানী। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ট্রান্সজেন্ডার আনোয়ারা ইসলাম রানী। বৃহস্পতিবার ট্রান্সজেন্ডার সদস্যদের নিয়ে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন। অবহেলিত ও নেতৃত্বশূন্য রংপুরের উন্নয়নে তিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন।

রানী ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছেন। 

আনোয়ারা ইসলাম রানী বলেন, ’সারা দেশের তুলনায় রংপুর দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে। রংপুর অঞ্চল সবচেয়ে অবহেলিত। এটি সঠিক নেতৃত্বশূন্য অঞ্চল। দেশের যত উন্নয়ন মহাপরিকল্পনা রয়েছে তা থেকে রংপুর বঞ্চিত। সঠিক নেতৃত্ব নেই বলে রংপুরের কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না বলে আমি মনে করি। নেতৃত্বের শূন্যস্থান পূরণে আমি রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসন থেকে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছি।’ 

তিনি বলেন, ’নির্বাচনে আমার আশার জায়গা বলতে পারব না। তবে নির্বাচনে অংশগ্রহণ করেছি। নির্বাচিত হই কিংবা পরাজিত হই, এখানে আমার হারানোর তেমন কিছু নেই। আগে মানুষের সেবা করেছি, নির্বাচনে পরাজিত হলেও মানুষের সেবা করে যাব।’ 

তিনি আরও বলেন, ’হিজড়া জনগোষ্ঠীর ৩৯২ জন সদস্যের মধ্যে আমি দেড়শ জনকে সমাজসেবার বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত করেছি। ৩০ জন সদস্যকে আমি হস্তশিল্পের প্রশিক্ষণ দিয়ে রূপান্তর নামে ব্যবসাপ্রতিষ্ঠান শুরু করেছি। আমি রংপুরের একটি কারখানায় ১১ জন হিজড়া সদস্যের চাকরির ব্যবস্থা করেছি।’ 

রানী বলেন, ’আমি মনে করি, বর্তমান সরকারের অধীনে গণতন্ত্র শতভাগ প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে আমার সঙ্গে অন্যায় হলে মনে করবেন গণতন্ত্র প্রশ্নের সম্মুখীন হয়েছে। নির্বাচনে অংশগ্রহণের পর থেকে আমি গণমাধ্যমকর্মীদের ভালো সাপোর্ট পাচ্ছি। সাধারণ মানুষও আমাদের এখন ভালোভাবে গ্রহণ করছে। এ কারণে আমি অনেক আশাবাদী।’ 

রংপুর-৩ আসনে আনোয়ারা ইসলাম রানী ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, আওয়ামী লীগের প্রার্থী তুষার কান্তি মণ্ডল, জাকের পার্টির লায়লা আঞ্জুমান আরা বেগম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মো. সহিদুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. আব্দুর রহমান রেজু, স্বতন্ত্র প্রার্থী এটিএম রাকিবুল বাশার, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. একরামুল হক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা