× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় দুই মন্ত্রীর আসনে নেই আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩ ১৯:১৯ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৮ পিএম

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম। প্রবা ফটো

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম। প্রবা ফটো

কুমিল্লার ১১টি সংসদীয় আসনের নয়টিতে আওয়ামী লীগের একাধিক স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের ঘোষণা দিয়েছেন। কোনো কোনো আসনে আওয়ামী লীগের চারজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। কিন্তু অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলামের আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র কোনো প্রার্থী নির্বাচন করছেন না। অন্যান্য দলের প্রার্থীদের অনেকে অচেনা। ফলে কার্যত ফাঁকা মাঠেই গোল দিচ্ছেন দুই মন্ত্রী। 

কুমিল্লার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম, তরিকত ফেডারেশনের সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাতীয় পার্টির গোলাম মোস্তফা কামাল, জাকের পার্টির অ্যাডভোকেট টিপু সুলতান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মো. হাসান মিয়া, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আবু বকর সিদ্দিক, জাতীয় সমাজতান্ত্রিক দলের মনিরুল আনোয়ার, কৃষক শ্রমিক জনতা লীগের জমির উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোয়াজ্জেম হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কুমিল্লা-১০ (লালমাই-সদর দক্ষিণ-নাঙ্গলকোট) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বতন্ত্র প্রার্থী এম অহিদুর রহমান, জাতীয় পার্টির জোনাকি হুমায়ুন, বাংলাদেশ কংগ্রেসের মো. কামরুজ্জামান, তৃণমূল বিএনপির মো. আবুল কাশেম মজুমদার, জাকের পার্টির জাহাঙ্গীর আলম ও গণফোরামের শহিদুল ইসলাম ভূঁইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কুমিল্লা-১০ আসনে নির্বাচন করার সম্ভাবনা ছিল নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাজাহান মজুমদারের। শেষ পর্যন্ত তিনি নির্বাচনে যাননি। এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলামের নির্বাচনী এলাকা থেকেও আওয়ামী লীগের তিন প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (রাজনৈতিক) আবদুল মান্নানের নির্বাচনে যাওয়ার কথা শোনা যায়। তিনিও শেষ পর্যন্ত নির্বাচনে যাননি। কুমিল্লার বাকি নয় আসনের সবগুলোতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আছেন। সব প্রার্থীর মনোনয়ন বৈধ হলে ওই নয় আসনে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা