× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইনসাফ কমিটি থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র দাখিল শওকত মাহমুদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ২২:০৭ পিএম

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র জমা দেন শওকত মাহমুদ। সংগৃহীত ছবি

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র জমা দেন শওকত মাহমুদ। সংগৃহীত ছবি

নিজের গঠিত জাতীয় ইনসাফ কায়েম কমিটি থেকে পদত্যাগ করে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি মনোনয়ন দাখিল করেন।

শওকত মাহমুদ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে ২০১২-২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সর্বশেষ বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। চলতি বছরের ২১ মার্চ দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে তাকে দলটির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়। 

গত ১৬ মার্চ রাজধানীর বনানীর একটি হোটেলে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে নৈশভোজ করে জাতীয় ইনসাফ কায়েম কমিটি। তারপরই শওকত মাহমুদকে দল থেকে বহিস্কার করা হয়। আগে অন্তত দুই দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় তাকে। কিন্তু বহিষ্কার করা হয়নি।

সেই নৈশভোজে সংগঠনের সদস্যসচিব শওকত মাহমুদ ইনসাফ কায়েম কমিটির পক্ষে প্রস্তাব তুলে ধরে বলেন, অন্তর্বর্তী জাতীয় সরকারকে নতুন সংবিধান প্রণয়ন ও তার অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে অভিমত দিয়েছেন তারা। এই রাজনৈতিক প্রস্তাব নিয়েই মূল আপত্তি বিএনপির। নির্বাচনের আগেই জাতীয় সরকার গঠনের যে প্রস্তাব করা হয়েছে ইনসাফ কায়েম কমিটির নৈশভোজে, সেটাকে বিএনপি তাদের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক মনে করে। দলীয় অবস্থানে বিপরীত অবস্থান নেওয়ায় দল থেকে বহিষ্কার করা হয় তাকে। 

যে কমিটি করার জন্য বিএনপি থেকে বহিষ্কৃত হলেন, সেই দল থেকে পদত্যাগের কারণ কি জানতে চাইলে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, ‘সম্পূর্ণ ব্যক্তিগত কারণে ইসসাফ কায়েম কমিটি থেকে পদত্যাগ করেছি। পদত্যাগপত্রেও তাই উল্লেখ করেছি।’

তিনি জানান, বুধবার তিনি পদত্যাগ করেছেন।  

কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আবুল হাসেম খান। এ আসনে মনোনয়ন বঞ্চিত হন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আবু জাহের। তারা সবাই স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

এছাড়া আওয়ামী লীগ নেতা এহতেশাম হায়দার রুমিও নির্বাচন করবেন কুমিল্লা-৫ আসন থেকে। এটি কুমিল্লার ১১টি আসনের মধ্যে একমাত্র সংসদীয় আসন, যেখানে বর্তমান সংসদ সদস্যের সাথে পাল্লা দেবার মতো একাধিক প্রার্থী আছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা