× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজয়ের মাসে জামালপুরে 'বিজয় এক্সপ্রেস'

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ১৯:৪৫ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩ ২০:০৬ পিএম

বিজয়ের মাসে জামালপুরে 'বিজয় এক্সপ্রেস'-এর শুভ উদ্বোধন। প্রবা ফটো

বিজয়ের মাসে জামালপুরে 'বিজয় এক্সপ্রেস'-এর শুভ উদ্বোধন। প্রবা ফটো

অবশেষে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে জামালপুরবাসীর। ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেন বিজয় এক্সপ্রেস ১ ডিসেম্বর থেকে জামালপুর থেকে ছেড়ে যাবে। দীর্ঘদিন ধরে জামালপুর থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার জন্য আন্দোলন করে আসছিল জেলাটির বাসিন্দারা। এরই মধ্যে অনলাইনে মিলছে ট্রেনটির অগ্রিম টিকিট। এতে পুরো জেলায় বইছে আনন্দের জোয়ার।

এর আগে ১৫ নভেম্বর চট্টগ্রাম রেলওয়ে বিভাগের সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট (এফ) (পূর্ব) কামাল আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওয়ার্কিং টাইম টেবিল-৫৩ আন্তঃনগর ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়। সেখানে বিজয় এক্সপ্রেসের স্টার্টিং পয়েন্ট ময়মনসিংহের পরিবর্তে জামালপুর করা হয়।

রেলওয়ে সূত্র জানায়, বিজয় এক্সপ্রেস জামালপুর-চট্টগ্রাম রুটে চলাচলকারী প্রথম আন্তঃনগর ট্রেন। এটি ২০১৪ সালের ১৯ ডিসেম্বর ময়মনসিংহবাসীর দাবির পরিপ্রেক্ষিতে উদ্বোধন করা হয়।

শোভন চেয়ার, এসি চেয়ার, এসি কেবিন ও নন এসি কেবিনসংবলিত ট্রেনের সর্বনিম্ন শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৩০ টাকা এবং সর্বোচ্চ এসি কেবিনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৭৮ টাকা। এটি রাত ৮টা ১০ মিনিটে জামালপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে গিয়ে পিয়ারপুর, ময়মনসিংহ, গৌরিপুর, আঠারবাড়ি, কিশোরগঞ্জ, সরারচর, ভৈরব, আখাউড়া, কুমিল্লা, লাকসাম, ফেনী, ভাটিয়ারী যাত্রাবিরতি শেষে ভোর ৫টায় চট্টগ্রাম রেলওয়ে জংশনে পৌঁছাবে। মঙ্গলবার বাদে বাকি ছয় দিন নিয়মিতভাবে এই রুটে যাতায়াত করবে এই ট্রেন।

স্থানীয়রা জানায়, ময়মনসিংহ বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা জামালপুর। প্রায় ১০ বছর ধরে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ময়মনসিংহের পরিবর্তে জামালপুর থেকে ছেড়ে যাওয়ার দাবি করে আসছিল এই এলাকার লোকজন। সম্প্রতি বিজয় এক্সপ্রেসের স্টার্টিং পয়েন্ট জামালপুর রেলওয়ে জংশন করার সিদ্ধান্ত নেওয়ায় খুশির জোয়ার বইতে শুরু করে জেলাবাসীর মাঝে। এমন খবরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রেলওয়ে বিভাগকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করছে অনেকে।

স্টেশন এলাকার এম কাউসার সৌরভ বলেন, ’আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি বিজয় এক্সপ্রেসের জন্য। বিজয় এক্সপ্রেস আসার উপলক্ষে এ এলাকার মানুষের মধ্যে একটা আনন্দ উদ্দীপনা কাজ করছে।’

সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, ’বিজয় এক্সপ্রেস ট্রেনটির স্টার্টিং পয়েন্ট জামালপুর থেকে করার ফলে এই অঞ্চলের ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়ে যাবে। যার ফলে জামালপুরের সঙ্গে সঙ্গে শেরপুর, কুড়িগ্রাম, টাঙ্গাইলের ধনবাড়ি, মধুপুরসহ সিরাজগঞ্জের একটা অংশের মানুষ এর সুফল ভোগ করবে।‘

জামালপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার আসাদুজ্জামান বলেন, ’অনলাইনে টিকিট ওপেন হয়েছে। তাই আশা করা যাচ্ছে, ১ ডিসেম্বর থেকে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস জামালপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা